সরকারী চাকরি পেতে হলে ছাড়তে হবে তামাকজাত দ্রব্য সেবন, সিদ্ধান্ত ঝাড়খন্ড সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/12/2020   শেষ আপডেট: 04/12/2020 6:56 p.m.

সরকারী দপ্তরে কর্মরত কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে

ঝাড়খন্ড সরকারের পরিবার স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে সরকারি চাকরি পেতে হলে প্রথমে চাকরি প্রার্থীকে এই মর্মে হলফনামা দিতে হবে যে তিনি কোন তামাকজাত দ্রব্য সেবন করবেন না। তারপরে মিলবে চাকরি। শুধুমাত্র চাকরির জন্য আবেদনকারী দের নয়, ইতিমধ্যে যারা সরকারের বিভিন্ন দফতরে চাকরি করেন তাদেরকেও তামাকসেবন থেকে বিরত থাকার হলফনামা দিতে হবে। আগামী বছরের ১লা এপ্রিল থেকে এই নিয়মই কার্যকর হতে চলেছে ঝাড়খন্ডে। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, সরকারী দপ্তরের কোন কর্মী অফিসে কিংবা অফিসের বাইরে কোথাও ধূমপান এবং অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন করতে পারবেন না।

সিগারেট, বিড়ি, খৈনি, গুটখা,পান মশলা, জর্দা, পান, সুপুরি এবং হুঁকো ইত্য্যদি এবং অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করছে ঝাড়খন্ড সরকার। রাজ্যের তামাক নিয়ন্ত্রণ কমিটির প্রধান সম্পাদক সুখদেব সিং নির্দেশানুযায়ী পুলিশের সদর দপ্তর, জেলা এবং ব্লক স্তরের সমস্ত দপ্তর ' তামাক মুক্ত' হতে চলেছে। শুধু সরকারী নয় বেসরকারি অফিস গুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে। তামাকজাত দ্রব্য সেবন থেকে মানুষকে বিরত রাখতে এর আগে মহারাষ্ট্র জনস্বাস্থ্য বিভাগ প্যাকেটহীন বিড়ি, সিগারেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের দাবি ছিল, প্যাকেট শুদ্ধ কিনলে প্যাকেটের গায়ে লেখা সতর্কবার্তা ক্রেতা দৃষ্টিগোচর হবে।