Jammu-Kashmir : পাকিস্তান জেতায় দেশবিরোধী স্লোগান, মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/10/2021   শেষ আপডেট: 27/10/2021 11:20 a.m.

মামলার তদন্ত শুরু, এখনও কেউ গ্রেফতার হয়নি

চলতি টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে পাকিস্তানের (Pakistan) জয়ের পর দেশবিরোধী স্লোগান তোলায় কাশ্মীরি (Kashmir) মেডিক্যাল পড়ুয়া তরুণী, পরিচালক মণ্ডলীর সদস্য এবং হোস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর কাশ্মীরি জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তাঁদের পাশে দাঁড়াল। এমনকী যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের অস্থানীয় বা বহিরাগত বলা হয়েছে।

উল্লেখ্য, রবিবার চলতি টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে ভারত পাকিস্তানের কাছে পরাস্ত হয়। এই প্রথম কোন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়। এই নিয়ে স্যোসাল মিডিয়ায় তুমুল উত্তেজনা তৈরি হয়। এই অবস্থায় শ্রীনগরে গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং শের-ই-কাশ্মীর ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। স্যোসাল মিডিয়ায় ইতিমধ্যেই বহু ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গেছে পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত গার্লস হোস্টেলের একদল পড়ুয়া। এবার তাঁদের বিরুদ্ধে ইউএপি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে সূত্র মারফত খবর।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিও ২০১৭ সালের কী না তা-ও যাচাইয়ের কাজ শুরু হয়েছে। যদিও কাশ্মীরি জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট এক বিবৃতি দিয়ে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে। তারা সাফ জানিয়েছে, কারা অভিযোগ করেছে, তাদের পরিচয় কী সব তথ্যই আমাদের কাছে আছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই অভিযোগকারীদের ক্ষমা চাইতে বলা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে উপস্থিত থাকাকালীন ঘটেছে। যা নিয়ে তীব্র বিড়ম্বনায় সরকার। এরমধ্যেই মঙ্গলবার রাতে ফের জম্মু-কাশ্মীর কেঁপে ওঠে। গতকাল রাতে এক সেনা কনভয়ে গ্রেনেড হামলায় গুরুতর জখম ছ'জন। ঘটনাটি জম্মু-কাশ্মীরের বান্দিপোরা এলাকার। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আহতরা সকলেই সাধারণ নাগরিক। উপত্যকায় বাড়তি চাঞ্চল্য তৈরি হয়েছে।