Jammu and Kashmir : চার সেনার দেহ উদ্ধার, এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৯
সাফল্য ভারতীয় সেনার, খতম লস্কর-ই-তইবার দুই শীর্ষ জঙ্গি
জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) পুঞ্জ জেলায় সেনা-জঙ্গির সংঘর্ষে উদ্ধার হল আরও দুই ভারতীয় সেনার (Indian Army) দেহ। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯। যা সাম্প্রতিক কালে 'অতি উদ্বেগজনক' বলছেন ওয়াকিবহাল মহলের একাংশ। অন্যদিকে পুলওয়ামায় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। খতম হয়েছে লস্কর-ই-তইবার দুই কুখ্যাত জঙ্গি।
উল্লেখ্য, গত কয়েক দিন জম্মু-কাশ্মীরের পুঞ্জ জেলায় লুকিয়ে থাকা একদল জঙ্গির সঙ্গে ভারতীয় সেনার লাগাতার গুলির লড়াই চলছে। জঙ্গি দল ক্রমশ পুঞ্জের গভীর জঙ্গলের দিকে প্রবেশ করায় তাদের সন্ধান ভারতীয় সেনাদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিদের তল্লাশিতে গিয়ে প্রথম সংঘর্ষে জেসিও যশবেন্দ্র সিং-সহ পাঁচ সেনা নিহত হয়েছিলেন। এরপর বৃহস্পতিবার ফের সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত হন আরও দুই ভারতীয় সেনা। তাঁরা হলেন যোগাম্বর সিং এবং বিক্রম সিং নেগী। ওই একই দিনে অজয় সিং এবং নাইক হরেন্দ্র সিংয়ের সঙ্গে বাকি সেনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তাঁদের নিয়ে আশঙ্কা ছিলই। এদিন নিখোঁজ দুই সেনার দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে মোট গত কয়েক দিনে ৯ জন ভারতীয় সেনা নিহত হলেন।
সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একদল জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে। সেনাদের কাছে এ খবর আগে থেকেই ছিল। এবার তাদের সন্ধানে ভারতীয় সেনার তল্লাশি অভিযান শুরু হয়। অনুমান করা হয়েছিল, একদলে নয় বিভিন্ন দলে ভাগ হয়ে জঙ্গি দলটি আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই মোতাবেক ভারতীয় সেনা অতি সন্তর্পণে আক্রমণ চালায়। শুরু হয় সেনা-জঙ্গির গুলির লড়াই। ভারতীয় সেনার আঘাতে ক্রমশ পিছিয়ে যেতে থাকে জঙ্গি দলটি। জম্মু-কাশ্মীরের পুঞ্জ জেলার গভীর জঙ্গলের দিকে ক্রমশ চলে যেতে থাকে। এর মধ্যেই দুই পক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৯ জন ভারতীয় সেনার প্রাণ গেল বলে সূত্রের খবর।
অন্যদিকে পুলওয়ামায় সেনা-জঙ্গির সংঘর্ষে সাফল্য পেল ভারতীয় সেনা। সেখানে পাক মদতপুষ্ট লস্কর-ই-তইবার দুই শীর্ষ জঙ্গির মৃত্যুর খবর এসেছে। তাদের মধ্যে একজনের নাম উমর মুশতাক খান্ডে। তার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের পুলিশ কর্মীদের খুনের অভিযোগ ছিল। জম্মু-কাশ্মীরের পরিবেশ দ্রুত বদলাচ্ছে, বলছেন ওয়াকিবহাল মহল। বিভিন্ন জঙ্গি সংগঠন ফের উপত্যকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও সূত্র মারফত খবর।