পিকচার অভি বাকি হ্যায়, ট্রাক্টর মিছিল থেকে হুঁশিয়ারি কৃষকদের
এদিন আন্দোলনরত কৃষকরা কয়েক হাজার ট্রাক্টর নিয়ে একটি ট্রাক্টর মিছিল বের করে কৃষি আইনের বিরুদ্ধে
এ তো সবেমাত্র ট্রেইলার। পুরো সিনেমা তো এখনও বাকি আছে। এই ভাবে দিন বৃহস্পতিবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী কৃষকরা। তারা এদিন একটি ট্রাক্টর মিছিল বের করেছিলেন। যুক্ত হয়েছিলেন বহু কৃষক। আগামী ২৬ জানুয়ারিতে গোটা দিল্লিতে ট্রাক্টর মিছিল বের করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কৃষকরা। তার আগেই ছোট করে একটা ট্রেলার দিয়ে দিলেন কৃষকদের একাংশ। দীর্ঘ ৪৩ দিন ধরে দিল্লির সীমানায় একটানা আন্দোলন করছেন কৃষকরা।
তাদের একটাই দাবি, কৃষি বিল এক্ষুনি প্রত্যাহার করতে হবে। যদিও কেন্দ্র সাফ জানিয়ে নিয়েছে কৃষি বিল প্রত্যাহার করা হবে না। এই নিয়ে কেন্দ্র এবং কৃষকদের মধ্যে ৭ দফা বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমাধান সূত্র অধরা। তার আগে বৃহস্পতিবার কৃষকদের তরফ থেকে কেন্দ্রের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হল। বৃহস্পতিবার বেশকিছু সীমানায় কয়েক হাজার ট্রাক্টর এসে জড়ো হয়েছিল। এদিন বেশকিছু রাস্তাতে আমজনতার যাতায়াত অব্দি বন্ধ করে দেওয়া হয়েছিল।