করোনা চিকিৎসায় আলোর দিশা, ১৫০ মেট্রিক টন অক্সিজেন বিনামূল্যে যোগাচ্ছে ইন্ডিয়ান অয়েল
কোন কোন রাজ্য পাবে এই পরিষেবা? দেখে নিন
দেশে যখন ফের লাগামছাড়া করোনা সংক্রমণ, চিকিৎসার জন্য অক্সিজেনের ঘাটতিও একটা বড়ো সমস্যা - যে কারণে হাসপাতালে থেকেও বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন কাতারে কাতারে মানুষ। দ্বিতীয় ঢেউয়েও শীর্ষে থাকা মহারাষ্ট্রে এই সমস্যা মেটাতে ধনকুবের আম্বানিদের রিলায়েন্স গোষ্ঠীর শোধনাগার থেকে অক্সিজেন ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতদিনই সারা দেশজুড়ে তরল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে গ্রিন করিডোর করে অক্সিজেন এক্সপ্রেস চালানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। শিল্প কারখানার অক্সিজেনও চিকিৎসায় ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। এবার সেই সূত্রেই বিনামূল্যে দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের যোগান নিশ্চিত করছে ইন্ডিয়ান অয়েল। ১৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করবে আইওসিএল। এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানায়।
এই প্রসঙ্গে আইওসি চেয়ারম্যান এস এম বিদ্যা বলেন,"এই অতিমারীর সময়ে আমাদের একটাই মূল লক্ষ্য : দেশের পাশে থাকা, প্রতিটি হাসপাতালে যাতে ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায় তার ব্যবস্থা চলছে। শুধু তাই নয় আমরা, পিপিই তৈরির উপাদান তৈরির উদ্যোগ নিয়েছি।" প্রসঙ্গত উল্লেখ্য, পাণিপথের রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে অক্সিজেন উৎপাদনের কাজে লাগানো হচ্ছে। এই রিফাইনারিতে মোনো ইথিলিন গ্লাইকল বা এমইজি উৎপাদনে লাগে হাই-পিয়োরিটি অক্সিজেন। সেই ব্যবস্থাকেই চিকিৎসার কাজে ব্যবহার যোগ্য অক্সিজেন উৎপাদনের কাজে লাগানো হচ্ছে।