গ্রামীণ ভারতে দ্রুত গতিতে বাড়ছে ইন্টারনেট সংযোগ : নির্মলা সীতারামন
খুব শীঘ্রই গ্রামীণ ভারতের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছাপাবে শহরের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাকে : অর্থমন্ত্রী
ভারতের গ্রাম্য অঞ্চলে দ্রুততার সাথে সংযুক্ত হচ্ছে ইন্টারনেট পরিষেবা (internet connectivity), শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সেইসাথে তাঁর বক্তব্য, যে হারে গ্রামীণ ভারতে ইন্টারনেট সংযোগ বাড়ছে, তাতে খুব শীঘ্রই তা শহরের ইন্টারনেট সংযোগকে পিছনে ফেলে দেবে।
গতকাল রাজ্যসভায় ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, ইন্টারনেট এবং মোবাইল সংগঠনের (Internet and Mobile Association) রিপোর্ট অনুযায়ী, গ্রাম্য অঞ্চলে তিনগুণ দ্রুততার সাথে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এবং তাড়াতাড়িই এই সংখ্যা শহুরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাকে ছাপিয়ে যাবে।
তাঁর কথায়, “কেবলমাত্র ২০২১ সালের জুন মাসেই ভারতনেট অপটিকাল ফাইবারের (Bharatnet Optical Fibre) মাধ্যমে খরচ হওয়া ডাটার পরিমাণ ১৩,০০০ টেরাবাইট। পাশাপাশি ট্রাই’য়ের (TRAI) রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের অগাস্ট মাসে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৮২.৫ কোটিতে”।
অর্থমন্ত্রী এও বলেন, বাজেটে তিনি জানিয়েছেন, গ্রামীণ অঞ্চলে অপটিকাল ফাইবার বসানোর কাজ এই বছরেই শুরু হবে এবং ২০২৫ সালের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েই এগোবে কেন্দ্র।
প্রশ্নোত্তর পর্বে বিরোধীপক্ষ থেকে ‘ভারতের তুলনায় বাংলাদেশের দ্রুত বৃদ্ধি’ নিয়ে মন্তব্য করা হলে সীতারামন উত্তরে বলেন, ভারতের অর্থনীতি বাংলাদেশের থেকে ১০ গুণ বড়। তাই বাংলাদেশের অর্থনীতি যদি ১০ শতাংশ হারে বৃদ্ধি এবং ভারতের অর্থনীতি কেবল ১ শতাংশ হারেই বৃদ্ধি পায়, দুজনের বৃদ্ধির মাত্রা একই হবে। রাজ্যসভায় কংগ্রেস সাংসদ কপিল সিবাল বিজেপি সরকারের সময়কালকে ‘রাহু কাল’ বলে কটাক্ষ করলে নির্মলা বলেন, ‘কংগ্রেসের সময়ে ভারতে রাহু কাল চলেছিল। এখন অমৃতকাল চলছে’।