International Day of Yoga: "যোগচর্চাই সমাজ ও বিশ্বে শান্তির বার্তা বয়ে আনবে" নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/06/2022   শেষ আপডেট: 21/06/2022 9:49 a.m.
https://twitter.com/narendramodi

স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে দেশজুড়ে ৭৫ টি জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস

অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে (International Day of Yoga) জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দিলেন বিশেষ বার্তা। 'যোগাসনই আনে শান্তির বার্তা' এমন মূল মন্ত্রের কথা শোনালেন সকল দেশবাসীকে। কর্ণাটকের মহীসূর প্রাসাদ প্রাঙ্গণে অন্তত ১৫ হাজার মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পালন করলেন আন্তর্জাতিক যোগ দিবস।

এবারের যোগ দিবসের থিম হল 'মানবিকতা'। বিশ্ব জুড়ে শান্তির বার্তা পৌঁছে দিতে মানবিকতাই প্রধান হাতিয়ার, মোদীর এদিনের ভাষণে অন্তত উঠে এল এমনই কথা। সাদা কুর্তা, পাজামায় নিজেকে সুসজ্জিত করে প্রায় ১৫ হাজার মানুষকে সঙ্গে নিয়ে শান্তির কথা, সম্প্রীতির কথা বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস যেন অনেকটাই দেশজুড়ে চলা অস্থির সময়ের ক্ষতে প্রলেপ লাগানোর কাজ দিল।

এ বছর চলছে স্বাধীনতার অমৃত মহোৎসব। ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭৫ টি ঐতিহাসিক স্থানে ৭৫ জন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এদিন মোদী বলেন, এখন যোগচর্চা গোটা বিশ্বেই পৌঁছে গেছে। যোগের গুরুত্ব বিশ্ববাসী বুঝতে পেরেছেন। যোগ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

যোগ দিবসে মেতে উঠেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এখানে থ্যাগারাজ স্টেডিয়ামে শত শত মানুষের সঙ্গে একযোগে যোগাসন করেছেন। তিনি জনগণকে প্রতিদিন যোগব্যায়াম ও প্রাণায়াম অনুশীলন করার জন্য আহ্বান জানিয়েছেন।

https://www.facebook.com/SuvenduWB

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য বিজেপির একাধিক নেতানেত্রী উদ্যোগ নিয়েছেন। কলকাতার লেবুতলা পার্কে কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের পুরোপিতা সজল ঘোষের উদ্যোগে পালিত হল বিশেষ যোগ শিবির। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল প্রমুখ। শুভেন্দু অধিকারী বলেছেন, "নিয়মিত যোগাভ্যাস মানুষের শরীর গঠনে সাহায্য করে, মনে প্রশান্তি আনে। যোগাভ্যাস ভারতের নিজস্ব ও অত্যন্ত প্রাচীন একটি কলা যা এখন গোটা পৃথিবীতে একটি বিপ্লবে পরিণত হয়েছে।"