আসলে জিডিপি কমেছে আরও অনেকটা বেশি
বেহাল দশা ভারতবর্ষের অর্থনীতির
সমস্ত অনুমান পিছনে ফেলে এই অর্থ–বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার –২৩.৯ শতাংশে দাঁড়িয়েছে, এ খবর ওয়াকিবহাল মহলের কাছে পুরনো৷ নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে অর্থনীতি বিশেষজ্ঞদের একটি অভিমত যে, আসলে জিডিপি কমেছে আরও অনেকটা বেশি হারে৷
ভারতে মোট জিডিপি–র অর্ধেকেরও বেশি অসংগঠিত ক্ষেত্রের দখলে৷ তথ্যের অভাবে এই ক্ষেত্রের হাল–হকিকত সঠিক জানা না গেলেও আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি রিপোর্ট দেখাচ্ছে, লকডাউনের কারণে ভারতের ১২টি রাজ্যে অসংগঠিত শ্রমিকদের গড় আয় এপ্রিল থেকে মে–র মাঝামাঝি সময়ে ৬৪ শতাংশ কমেছে৷ লন্ডন সুক্ল অফ ইকোনমিক্সের একটি গবেষণা অনুযায়ী শহরের অসংগঠিত কর্মীদের এপ্রিল–মে মাসের আয় জানুয়ারি–ফেব্রুয়ারি মাসের তুলনায় কমেছে ৪৮ শতাংশ৷ বিশেষজ্ঞরা বলছেন, এই হিসাবগুলি ধরলে জিডিপি হ্রাসের প্রকৃত পরিমাণ আরও অনেকখানি বেশি হবে, দেশের অর্থনীতির উপর যার প্রভাব মারাত্মক৷