WHO-র ছাড়পত্র না থাকায় কোভ্যাক্সিন টিকাগ্রহনকারীদের বিদেশযাত্রায় বিড়ম্বনা !
কোভ্যাক্সিনকে অস্বীকার করেছে ব্রিটেন, আমেরিকা, সৌদি আরবের মতো দেশ
ভারত থেকে চাকরি, ব্যবসা, উচ্চশিক্ষা কিম্বা ভ্রমণ হেতু ভিনদেশে গমনকারী ভারতীয়রা এবার চরম বিপাকে। করোনাকালে ভ্যাকসিনেশন ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু দেশ। কিন্তু ভ্যাকসিনেশনের পরেও হু-র (WHO - World Health Organization) সম্মতিপ্রাপ্ত টিকা না নেওয়ায় বিড়ম্বনায় পড়লেন বিদেশ যেতে চাওয়া ভারতীয়রা। যাঁরা ভারতীয় প্রতিষেধক কোভ্যাক্সিনের দু’টি ডোজ নিয়ে বিদেশে চলে গিয়েছেন বা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তাদের এখন হু'র অনুমোদনপ্রাপ্ত প্রতিষেধক নেওয়ার জন্য ফের নির্দেশ জারি করেছে সৌদি আরব, ব্রিটেন, আমেরিকার মতো দেশ। হু'র ছাড়পত্র না থাকায় কোভ্যাক্সিনকে সম্পূর্ণ অস্বীকার করেছে এই সমস্ত দেশ। এমনকি, সৌদি আরবে পৌঁছানো কোভ্যাক্সিন গ্রহীতাদের ১৪ দিনের হোম আইসোলেশনেই কেবল রাখা হয়নি, উপরন্তু হু'র স্বীকৃত প্রতিষেধক নিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে ভারতের কোভ্যাক্সিন নির্মাণকারী সংস্থা ভারত বায়োটেক দাবি করেছে, পরের মাস অর্থাৎ জুলাইতেই মানবদেহে কোভ্যাক্সিনের তৃতীয় দফায় ট্রায়ালের ফলাফল হাতে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ছাড়পত্র প্রাপ্তির জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তাঁরা। ওই রিপোর্ট হাতে এলেই ছাড়পত্র মিলতে আর দেরি হবেনা বলে জানায় ভারত বায়োটেক। ছাড়পত্র পাওয়ার পরেও চলবে মানবদেহে চতুর্থ দফার কোভ্যাক্সিন পরীক্ষা। ভারতে চলতি ভ্যাকসিনগুলির মধ্যে আরেকটি হল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বীকৃত। তাই এই টিকা গ্রহণকারীদের কোনো সমস্যা হচ্ছেনা বিদেশে যাওয়ার ক্ষেত্রে।