ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দির ঘটনা ভিত্তিহীন, সাফ জানাল ভারতের বিদেশ মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/03/2022   শেষ আপডেট: 03/03/2022 11:10 a.m.
twitter.com/UkraineNewsUK

ভারতীয় পড়ুয়াদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন সেনা, দাবি রাশিয়ার

গতকাল রাশিয়া (Russia) দাবি করেছিল, ভারতীয় পড়ুয়াদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেনের সেনা (Ukraine Army)। এমনকী ভারতীয় পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছিল। ট্রেন থেকে টেনে নামিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। প্রশ্ন উঠেছিল, তাহলে ভারতীয় পড়ুয়ারা কি ইউক্রেন সেনার হাতে পণবন্দি? যদিও রুশ সেনার এই দাবি কার্যত উড়িয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের স্পষ্ট দাবি, ভারতীয় পড়ুয়াদের পণবন্দির কোন খবর নেই। পুরো ঘটনাই ভিত্তিহীন।

উল্লেখ্য, গতকাল রুশ সেনার তরফে এক বিবৃতি মারফত জানানো হয়েছিল, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ভারতীয় পণবন্দি করেছে এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। যে কোনও উপায়ে তাঁদের রাশিয়া যেতে বাধা দেওয়া হচ্ছে। এর সম্পূর্ণ দায় কিভের নিতে হবে। এমন তথ্য প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। আর তারপরেই ভারতের তরফে শুরু হয় গোটা ঘটনার খোঁজখবর। আর তার ভিত্তিতেই ভারতের বিদেশ মন্ত্রক জানাল এমন কোন ঘটনাই ঘটেনি।

এমন পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানাল হল, "ভারতীয় পড়ুয়াদের পণবন্দি হওয়ার কোনও খবর এখনও আমাদের কাছে নেই। খারকভ-সহ পশ্চিমাঞ্চলে আটকে থাকা পড়ুয়াদের বের করে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। এর জন্য ইউক্রেন প্রশাসনের কাছে আরজি জানিয়েছি আমরা। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।" সূত্রের খবর কেবল এই খারকভে অন্তত চার হাজার ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে। তৎপরতার সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক দ্রুত তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।