রেলের টিকিট পরীক্ষক থেকে মেট্রোর আরপিএফ, প্রথম সারির কর্মী হিসেবে সকলেই টীকার আওতায়
ভারতীয় রেল ও কলকাতা মেট্রোর টীকা-পরিকল্পনা
রেলকর্মী ও মেট্রোরেল কর্মী উভয়ের জন্যই সুখবর। ইতিমধ্যেই দেশের সবপ্রান্তেই পৌঁছে গেছে করোনা ভ্যাকসিন। করোনাকালে রেলের হাজার হাজার কর্মীর আক্রান্তের সাথে প্রায় ৭০০ কর্মীর মৃত্যু হয়। তাই ভারতীয় রেল তার কর্মচারীদের প্রথম সারির কর্মী বা ফ্রন্টলাইন ওয়ার্কাসের আওতায় আনলো। করোনাকালেও যাত্রীমাঝে গিয়ে টিকিট পরীক্ষার ঝুঁকি নিয়েছেন পরীক্ষকরা, তাই টিটিই-দেরই তালিকায় একদম প্রথমে ঠাঁই দেওয়া হয়েছে। পরবর্তী বিভাগগুলিতে থাকছেন সংরক্ষিত ও অসংরক্ষিত ক্ষেত্রের বুকিং ক্লার্ক। এর পরপরই আরপিএফ, জিআরপি, লোকো পাইলট, স্টেশন ও লাইনকর্মীরা আছেন তালিকায়। আগামী ১৬ ই জানুয়ারি থেকে টীকাকরণ শুরু।
অন্যদিকে মেট্রোর সংক্রমণ কিছুদিন আগেই দ্রুত ছড়িয়ে পড়ে। তাই যাত্রী সংস্পর্শে আসা কর্মীদের ফ্রন্টলাইন ওয়ার্কার্সের দলে রেখে ভ্যাকসিনেশন শুরু হবে। এজন্য তালিকা তৈরি করে নাম নথিভুক্তিকরণও শুরু হয়েছে। মেট্রো স্টেশন কর্মী, আরপিএফ ছাড়াও কারশেড কর্মী ও পার্ক স্ট্রিটের মেট্রোভবন কর্মীরাও আছেন তালিকায়। নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট সমস্ত মেট্রোকর্মীদের আগামী ১৮ই জানুয়ারির মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে এবং তা সম্পন্ন হলেই টীকাকরণ শুরু হবে।