মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ৪৬ তম আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair)। গতবারের ন্যায় এবারেও সল্টলেকের সেন্ট্রাল পার্ক (Central Park) বইমেলা প্রাঙ্গণে ৩১ জানুয়ারি থেকে বসবে বইমেলার আসর। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনার থাবা সরিয়ে চলতি বছরে সাড়ম্বরে চলবে বইমেলা। কাজেই, রেকর্ড ভিড় ও ব্যবসার আশায় উদ্যোক্তারা।
বইপ্রেমীদের ঢল সামলাতে আগে থেকেই সচেতন মেট্রো কর্তৃপক্ষ। বইপ্রেমীদের সুবিধার জন্য বইমেলার কয়েকদিন বাড়তি মেট্রো চালাবে ইস্ট-ওয়েস্ট (East-West Metro) মেট্রো কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তি মেট্রো (Metro) চালানো হবে। বইমেলা উপলক্ষে চলবে ১২০ টি মেট্রো। রবিবারেও চলবে মেট্রো, দুপুর ১২.৫০ থেকে চলবে মেট্রো। শেষ মেট্রো রাত ১০টায়। এবং বাকি দিন গুলিতে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম মেট্রো চালু হবে সকাল ৬.৫০ থেকে। ১২ মিনিট অন্তর অন্তর মিলবে মেট্রো।