ঘুষের বিনিময়ে নৌবাহিনীর তথ্য ফাঁস! সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কমান্ডার
দেশের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন
এবার ভারতীয় নৌবাহিনীর গোপন গুরুত্বপূর্ণ তথ্যাবলী ফাঁসের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন এক কমান্ডার। জানা গেছে, ঘুষের বিনিময়ে এই প্রকার হীন কাজে লিপ্ত হয়েছেন ওই কমান্ডার। নৌবাহিনীর সাবমেরিন সংক্রান্ত অনেক তথ্যই পাচার হয়ে গেছে বলে খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য চরমে উঠেছে। দেশের নিরাপত্তা নিয়েও স্বভাবতই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। আরও কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হতে পারে বলে জানা যাচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ইতিমধ্যেই তদন্তে তৎপরতা দেখিয়েছে সিবিআই। একজনকে গ্রেফতার করলেও এখনো আরও পাঁচজনকে গ্রেফতার করা হতে পারে। তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, গতবছর এভাবেই তিনটি প্রযুক্তিগত প্রকল্পের তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। এই কাজ কোনো একজনের পক্ষে সম্ভব নয়। বেশ কয়েকজন মিলে চালিয়ে যাচ্ছে এই অসাধু কর্মকাণ্ড। জানা যাচ্ছে, বেশ কজন অবসরপ্রাপ্ত অফিসারও জড়িত এই কান্ডের সাথে। দেশের প্রতিরক্ষা দফতর স্বভাবতই নড়েচড়ে বসেছে সমগ্র বিষয়টি নিয়ে।
সর্বশেষ খবর অনুসারে, এখনো পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন কমান্ডার পদের অফিসার রয়েছেন, দু’জন অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছিল গত সেপ্টেম্বর মাসে। সাবমেরিনের গোপন তথ্য এঁরাই বাইরে ফাঁস করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই তথ্য পাচার করে দু’জন অবসরপ্রাপ্ত অফিসারের থেকে ঘুষের টাকা নিয়েছিল এই কমান্ডাররা।