করোনা মোকাবিলায় এবারে আসরে বায়ুসেনা, নেওয়া হবে এই সব গুরুত্বপূর্ণ পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/04/2021   শেষ আপডেট: 28/04/2021 8:53 p.m.
বায়ুসেনা বিমানে অক্সিজেন ট্যাংকার twitter.com/IAF_MCC

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন বায়ুসেনা প্রধান ভাদুড়িয়া (RKS Bhaduria)

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে ভারতে। এই মুহূর্তে ভারতের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন। প্রায় প্রত্যেক দিন ৩ লক্ষের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হয়ে গিয়েছে এই করোনা ভাইরাসের দাপটে। এবারে এই করোনা ভাইরাসের ঢেউ সামলাতে মাঠে নামলো বায়ুসেনা। এয়ার চীফ মার্শাল আরকেএস ভাদুরিয়ার (RKS Bhaduria) সঙ্গে সরাসরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৈঠকে কথা হলো করোনা মোকাবিলায় বায়ুসেনার তরফে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়ে। প্রধানমন্ত্রীর কাছে বিশদ বিবরণ দিলেন ভাদুরিয়া।

তিনি জানালেন, "দেশের সব প্রান্তে অক্সিজেন থেকে শুরু করে ওষুধ এবং অন্যান্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবার জন্য বায়ুসেনার ভারী এবং মাঝারি আকারের পণ্যবাহী বিমান কাজে লাগানো হচ্ছে।এছাড়াও সুষ্ঠুভাবে করোনা মোকাবিলা করার জন্য বিভিন্ন মন্ত্রক এবং সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে। এর জন্য তৈরি করা হচ্ছে এয়ার সাপোর্ট সেল। এয়ার ফোর্সের জওয়ান এবং কর্মীদের সকলকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এবং বায়ুসেনা সমস্ত হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য একটি আলাদা চিকিৎসা ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র এখানে আর্মি জওয়ানদের চিকিৎসা হবে তেমনটা কিন্তু নয়, এখানে সাধারণ মানুষের চিকিৎসাও করা হবে।"