ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, মৃত পাইলট
রুটিন ট্রেনিংয়ের সময় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে, ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ুসেনা
ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force - IAF) একটি মিগ-২১ (MiG-21) যুদ্ধবিমান। শুক্রবার ভোরে রুটিন ট্রেনিং চলাকালীন বায়ুসেনা বিমানটি ভেঙে পড়ে বলে সূত্রের খবর। এই ঘটনায় মৃত্যু হয়েছে বিমানটির চালক স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরি। এক বিবৃতি মারফত ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এটি একটি মারাত্মক ক্ষতি। ভারতীয় বায়ুসেনা তাঁর পরিবারের পাশে আছে।
বায়ুসেনা সূত্রে খবর, রুটিন ট্রেনিংয়ের উদ্দেশ্য নিয়ে যুদ্ধবিমানটি হালওয়ারা বিমান ঘাঁটি থেকে সুরাটগড় রাজস্থানের দিকে যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা গ্রামের কাছে ভেঙে পড়ে। স্থানীয়দের বক্তব্য, বিমান ভেঙে পড়ার সময় তাঁরা প্রচণ্ড শব্দ শুনতে পান। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে তিনটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। গত মার্চে বায়ুসেনার এক মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। এই ঘটনায় মৃত্যু হয়েছিল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। জানুয়ারিতেও রাজস্থানের সুরাটগড়ের কাছে মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল।
ভারতীয় বায়ুসেনার মিগ সিরিজের বিমান গুলি বহু ঘটনার সাক্ষ্য বহন করছে। এমনকী ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধেও তাদের ব্যবহার হয়েছে। বারবার বায়ুসেনার বিমান দুর্ঘটনায় গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহল।