মাঝআকাশে ভেঙ্গে পড়ল বায়ুসেনার ফ্লাইং কফিন মিগ-২১, নিখোঁজ পাইলটের খোঁজে চলছে তদন্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/12/2021   শেষ আপডেট: 24/12/2021 11:13 p.m.
facebook.com/pg/IndianAirForce

রাজস্থানের জয়সলমীরে এই ঘটনা ঘটেছে

আরো একবার ভারতীয় বায়ুসেনার একটি মিগ ২১ বিমান ভেঙে পড়ল রাজস্থানে। শুক্রবার নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন সময় রাজস্থানের আকাশে হঠাৎ করে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এই বিমান। দুর্ঘটনার পর এখনো পর্যন্ত বিমানটির পাইলট নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং বায়ু সেনা। সর্ব ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সন্ধ্যায় রাজস্থানের জয়সলমীর এর কাছে দুর্ঘটনার মুখে পড়ে বায়ুসেনার এই মিগ বিমানটি।

বিমানটির পাইলট এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলেই খবর। তাকে খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসন এবং বায়ু সেনার তরফ থেকে অভিযান চালানো হচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে বায়ু সেনা। এই যুদ্ধবিমান হঠাৎ করে কেন মাঝআকাশে ভেঙে পড়ল সেটা নিয়ে ধন্দে বায়ুসেনা। গত মে মাসে ঠিক এরকমই একটি মিগ ২১ বিমানের ভেঙে পড়ার স্মৃতি আবারও উঠে আসলো এর সাথেই। গত মে মাসে বায়ু সেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্ড এলাকায় ভেঙে পড়েছিল বায়ুসেনার ওই বিমান।

ইতিমধ্যেই চলতি বছরে চারটি মিগ বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। বায়ুসেনার এই সমস্ত বিমানে এত বেশি দুর্ঘটনা কেন ঘটছে সেই নিয়েও চিন্তিত বায়ুসেনা। তার মধ্যেই গত মার্চ মাসেও ভেঙ্গে পড়েছিল একটি মিগ ২১ বাইসন বিমান। এই ঘটনায় মৃত্যু হয়েছিল গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। তার আগে জানুয়ারি মাসে সুরথগড়ে এ রকমই একটি মিগ ২১ ফাইটার জেট বিমান ভেঙে পড়েছিল। সেসময় চালক সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন।

তবে প্রসঙ্গত উল্লেখ্য, মিগ সিরিজের বিমান এর আগেও বহুবার ভেঙেছে। আর এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু পাইলট এর। ২০১৯ সালে জুন মাসে নৌসেনার একটি মিগ ২৯ বিমান ভেঙে পড়েছিল। কারগিল যুদ্ধে এই ধরনের মিগ সিরিজের বিমান ভারতীয় সেনাকে সাহায্য করেছিল। ভারতীয় বায়ুসেনার বহু সাফল্যের সঙ্গে এই মিগ সিরিজের বিমান। বায়ুসেনা অভিনন্দন বর্তমান মিগ ২১ বিমানে করেই পাকিস্থানে হামলা চালিয়ে ছিলেন। সোভিয়েত ইউনিয়নের এই সুপারসনিক জেট ফাইটার ভারতীয় সেনার বহু সাফল্যের সঙ্গী হয়ে রয়েছে। ২০১৯ সালে সংসদে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেছিলেন, ২০১৬ সাল থেকে ভারতীয় বায়ুসেনার ২৭ টি এয়ারক্রাফট দুর্ঘটনার কবলে পড়লেও, ১৫ টি ছিল এই মিগ, যা ভারতীয় বায়ুসেনার পক্ষে খুব একটা সুখকর বিষয় নয়।