স্বাধীন ও গণতান্ত্রিক প্যালেস্তাইন রাষ্ট্র হোক, রাষ্ট্রসংঘে সওয়াল ভারতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/06/2021   শেষ আপডেট: 25/06/2021 10:33 a.m.
twitter.com/alxihxz

আরব-ইহুদী সংঘাত নিপাত যাক, মত নয়াদিল্লির

এবার ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব নিয়ে রাষ্ট্রসংঘে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। স্বাধীন ও গণতান্ত্রিক প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষেই সওয়াল করল ভারত। একইসাথে গাজা ও অন্যান্য স্থানে আরব-ইহুদীদের সংঘাত দ্রুত মিটে যাক, মত নয়াদিল্লির। বিদেশ মন্ত্রকের সচিব বিকাশ স্বরূপ এদিন জানান, ওই অঞ্চলে পাকাপাকিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে দুটো পৃথক রাষ্ট্র গঠন ছাড়া কোনো উপায় নেই। তাই ভারত স্বাধীন ও গণতান্ত্রিক প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষেই।

গাজায় হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে তিঁনি আরো জানান, বিশেষভাবে তৎপরতা দেখানো কোনো সংস্থার মাধ্যমে প্যালেস্তাইনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার প্রয়োজন আছে। ত্রাণ বিলি করার ক্ষেত্রে ইজরায়েলী ও প্যালেস্তিনীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তুলতে হবে। গাজাকেও অবহেলা করলে চলবে না।গত মে মাসে ইজরায়েল ও প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মধ্যে ১১ দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে যাতে কয়েকশো মানুষের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল গাজা। প্যালেস্তাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগে ভারত, তাই রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে সত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই দু'পক্ষের কাছেই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আর্জি জানাচ্ছে ভারত।

ইজরায়েল প্যালেস্তাইন সমস্যা গোটা বিশ্বের কাছেই কৌতুহলের প্রাণকেন্দ্র কারণ সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত বহুবার সমস্যা মেটানোর চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। এই সমস্যার সমাধান এখন কতদিনে হয়, সেটাই দেখার।