ওমিক্রণ BA.4 এর প্রথম উপসর্গ মিলল হায়দ্রাবাদে, তাহলে কি ফের দোরগোড়ায় করোনা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/05/2022   শেষ আপডেট: 19/05/2022 10:18 p.m.
করোনা অমিক্রণ স্ট্রেন Unsplash.com

হায়দ্রাবাদ বিমানবন্দরে এক আফ্রিকান নাগরিকের মধ্যে পাওয়া গেছে ওমিক্রণ ভ্যারিয়েন্ট

করোনার (Corona) চতুর্থ ঢেউ এবার ভারতের (India) দোরগোড়ায়। হায়দ্রাবাদে Omicron-এর সাব-ভেরিয়েন্ট BA.4-এর প্রথম কেস শনাক্ত করা হয়েছে৷ ভারতীয় SARS-CoV-2 কনসোর্টিয়াম অন জিনোমিক্সে (INSACOG) দুবার পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে নমুনাটিকে। যদিও INSACOG তরফে এখন‌ও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি মারফত ঘোষণা করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র মারফত আজ অর্থাৎ বৃহস্পতিবার ওমিক্রণ সাব ভ্যারিয়েন্ট কেসের বিষয়টি নিশ্চিত করেছেন এক ব্যক্তি।

হায়দ্রাবাদ বিমানবন্দরে একজন আফ্রিকান নাগরিকের মধ্যে পাওয়া গেছে ওমিক্রনের ওই নতুন নমুনাটি। তিনি ভারতে এসেছিলেন। সম্ভবত তিনি Omicron এর BA.4 সাবভেরিয়েন্ট বহন করছেন, এমনটাই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক জনৈক ব্যক্তি বলেন, "গতকাল রাতে তথ্যটি এসেছে এবং সতর্কতা হিসাবে INSACOG আবার নমুনা যাচাই করছে। তবে রোগী গত ১৭ মে তার দেশে চলে গেছে, কারণ সে উপসর্গহীন ছিল। ওই ব্যক্তির পরিচিতদের তালিকাভুক্ত করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা লোকেদের সন্ধান করা হচ্ছে।" প্রসঙ্গত, এখন‌ও পর্যন্ত শনাক্তকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি‌।