করোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় ভারত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/09/2020   শেষ আপডেট: 07/09/2020 1:48 a.m.

ব্রাজিলের থেকেও বেশি সংক্রমিত ভারতে! সামনে শুধুই আমেরিকা

করোনা আক্রান্তের সংখ্যার বিচারে ব্রাজিলকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা আমেরিকা থেকে যদিও প্রায় ২০ লক্ষ কম ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। আমেরিকা শুরু থেকেই এমন দীর্ঘ লকডাউনের পথে হাঁটেনি কখনও। ভারতে টানা ৭০ দিনের লকডাউন এবং তারপরেও খুব সামলে আনলক করার চেষ্টা চললেও আজ ষষ্ঠ মাসের মাথায় এসেও রোজ নতুন করে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। আর সেখানেই করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও জনসংখ্যা এবং জনঘনত্বের বিচারে ভারতে আক্রান্তের সংখ্যা বেশি হবে সেটা আন্দাজ করাই হয়েছিল। কিন্তু এতদিন পরে এসেও দৈনিক সংক্রমণ রোজ এইভাবে বাড়বে বলে আন্দাজ করা যায়নি। রোজ এই হারে চলতে থাকলে আমেরিকার সাথে ২০ লক্ষের পার্থক্য বেশিদিন থাকবেনা হয়তো। কারণ আমেরিকার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।