করোনায় মৃত্যুর আসল সংখ্যা ধামাচাপা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কটাক্ষ রাহুলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/06/2021   শেষ আপডেট: 03/06/2021 8:49 a.m.
রাহুল গান্ধী instagram.com/rahulgandhi

কেন্দ্রের ফ্রী ভ্যাকসিন নীতিকে নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রাহুল

কেন্দ্রীয় সরকার করোনা আক্রান্তদের সম্পূর্ণ তালিকা ধামাচাপা দিয়ে দিয়েছে, ঠিক এরকম ভাবেই বিজেপি সরকারকে বিধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিশ্রুতি ফ্রি ভ্যাক্সিন দেওয়া নিয়েও সরকারকে ভৎসর্না করলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন, করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমশ ধামাচাপা দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। একাধিক মিডিয়া রিপোর্ট সামনে এনে তিনি কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন এই করোনা ভাইরাসের মৃত্যু সংখ্যা ধামাচাপা হওয়ার ঘটনা নিয়ে। শুধুমাত্র, তাই না রাহুল গান্ধী একটি ক্যাম্পেইন শুরু করেছেন যার মাধ্যমে তিনি সকলকে আহ্বান জানাচ্ছেন যেনো তারা সরকারের বিরুদ্ধে সরব হয়ে সারাদেশে ফ্রি ভ্যাক্সিনের দাবি জানাতে পারে।

রাহুল গান্ধী লিখেছেন, করোনা ধ্বংসের জন্য আমাদের হাতে থাকা সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ভ্যাকসিন। তাই বেশি করে ভ্যাকসিন না দিলে ভারতের এই পরিস্থিতির উন্নতি হবেনা বলে মনে করছেন রাহুল। শুধু রাহুল গান্ধী নন, কংগ্রেস জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও ফ্রি ভ্যাক্সিন চালু করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারকে মনে করিয়ে দিয়েছেন, তাদের ভ্যাক্সিনেশন নীতি তৈরি করার সময় যেভাবে বলা হয়েছে, সেভাবে কিন্তু টিকাকরণ হচ্ছে না। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, আমরা বিশ্বের অন্যতম ভ্যাকসিন নির্মাতা হলেও এখনো পর্যন্ত মাত্র ৩.৪% শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। এত বিপুলসংখ্যক জনসংখ্যা থাকায় কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে ভ্যাকসিন এবং তাদের ভ্যাক্সিনেশনের সম্পূর্ণ নীতি সম্পূর্ণরূপে ফ্লপ করেছে। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে সরব হওয়ার উপদেশ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী।