"অতুলনীয় গতিতে টিকাকরণ হয়েছে ভারতে", ২০০ কোটি ডোজ সম্পূর্ণ হতেই টুইট মোদীর
শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রেকর্ড গড়ল ভারত। ভ্যাকসিনেশন শুরু হওয়ার মাত্র ১৮ মাসের মধ্যেই ২০০ কোটি ডোজ ভ্যাকসিনেশনের মাইল ফলক ছুঁল ভারত। এর মধ্যে ৫.৪৮ কোটি হল বুস্টার ডোজ। নজির গড়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতুলনীয় গতিতে টিকাকরণ হয়েছে ভারতে, টুইট করে বললেন নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, "ভারত আবার ইতিহাস গড়ল। ২০০ কোটি ডোজ টিকাকরণ সম্পূর্ণ করায় দেশবাসীকে শুভেচ্ছা। যারা দেশের টিকাকরণকে অতুলনীয় গতিতে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁদের অভিনন্দন।" শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হয়। প্রথম ধাপে ভ্যাকসিন পান স্বাস্থ্যকর্মীরা। পয়লা ফেব্রুয়ারি থেকে প্রথম সারির যোদ্ধারা এবং বয়স্ক ব্যক্তিরা পান ভ্যাকসিন। পয়লা এপ্রিল থেকে ভ্যাকসিন পেতে শুরু করেন ১৮ ঊর্ধ্ব সকলে। অবশেষে ২০২২ সাল থেকে ১৮-র নিচে থাকা নির্দিষ্ট বয়সিদের টিকাকরণের অনুমতি দেয় কেন্দ্র। বর্তমানে কোভিড ভ্যাকসিনের সঙ্গেই চলছে বুস্টার ডোজ।