ভারত-মধ্য এশিয়া সম্মেলন, তিন লক্ষ্যের কথা শোনালেন মোদী
তাঁর বক্তব্যে উঠে এলো আফগানিস্তান এবং কাজাখিস্তানের প্রসঙ্গও
বৃহস্পতিবার ভারত-মধ্য এশিয়া সম্মেলনের (India - Central Asia Summit) প্রথম বৈঠকে আঞ্চলিক সুরক্ষা এবং সমৃদ্ধি নিয়ে তিন লক্ষ্যের কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তাঁর বক্তব্যে উঠে এলো আফগানিস্তান (Afghanistan) এবং কাজাখিস্তানের (Kazakhstan) প্রসঙ্গও।
বৈঠকে এদিন ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই সম্মেলনের তিনটি লক্ষ্য রয়েছে। প্রথমত, আঞ্চলিক সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে যৌথ সহযোগিতা স্পষ্ট করা। দ্বিতীয়ত, একে অপরকে সহযোগিতার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করতে হবে, যেটি দেশগুলির মধ্যে নিয়মিত সংযোগের জন্য একটি পথ তৈরি করতে পারবে। সম্মেলনের তৃতীয় লক্ষ্য, একে অপরকে সহযোগিতার জন্য একটি কাঙ্ক্ষিত পথ নির্দেশিকা তৈরি করা, যেটি রাষ্ট্রগুলির মধ্যে সংযোগ রাখার জন্য একটি সমন্বিত পদ্ধতির গ্রহণ করতে সাহায্য করবে”।
এদিন তাঁর কথায় উঠে আসে আফগানিস্তান প্রসঙ্গ। বলেন, “আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমরা একই চিন্তা এবং লক্ষ্য রাখি। আমরা সকলেই আফগানিস্তানের উন্নয়ন নিয়ে চিন্তিত। আঞ্চলিক নিরাপত্তার খাতিরে আমাদের মধ্যেকার যৌথ সহযোগিতা আরও প্রয়োজনীয় হয়ে পড়েছে”। সেই সঙ্গে কাজাখিস্তানে হিংসা এবং তার জেরে ২২৫ জনের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “মধ্য এশিয়ার সমস্ত দেশের সাথে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কাজাখিস্তান এক গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠেছে। কাজাখিস্তানে সাম্প্রতিক জীবনহানির জন্য আমি গভীর দুঃখপ্রকাশ করছি”। এদিন মোদীর সাথে বৈঠকে অংশ নেন, কাজাখিস্তান, খিরগিজ রিপাবলিক (Kyrgyz Republic), তাজিকিস্তান (Tajikistan), তুর্কমেনিস্তান (Turkmenistan) এবং উজবেকিস্তানের (Uzbekistan) রাষ্ট্রপতিরা।