ধর্ষণ প্রসঙ্গে মেয়েদের দায়ী করলেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা দলের বিধায়ক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/10/2020   শেষ আপডেট: 21/10/2020 1:22 a.m.
ঝাড়খন্ড মুক্তি মোর্চা দলের বিধায়ক লোবিন হেমব্রম। -twitter

মেয়েরা সন্ধ্যায় বাইরে বেরোলে ধর্ষণ তো হবেই - লোবিন হেমব্রম

সারাদেশে হঠাৎই ধর্ষনের সংখ্যা বেড়েছে। সাথে বেড়েছে নির্যাতিতাদের নৃশংস ভাবে হত্যার ঘটনাও। সারাদেশ একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছে দেশের নানা প্রান্তে হওয়া ঘটনাগুলোর। ঝাড়খণ্ডের দুমকায় গত সপ্তাহেই এক নাবালিকাকে ধর্ষণ করে তারপর নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় যথেষ্ট উত্তপ্ত ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতি।

এরই মাঝে দুমকা বিধানসভায় উপনির্বাচনের প্রচারে এসে ধর্ষণ প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করলেন ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক লোবিন হেমব্রম। তিনি বললেন, "কেউ মদ গাঁজা খেলে অভিভাবকরা তাদের সাবধান করে। কিন্তু একটা মেয়ে সন্ধ্যার পর রাস্তায় বেরোলে কেনো অভিভাবকরা দায় নেবেন না? তারা বাড়ি থেকে বেরোলে এমন ঘটনা ঘটবেই।" এই মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক আবহ। ঝাড়খণ্ডের প্রধান বিরোধী দল বিজেপি এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে।