১১ টি ব্যাঙ্কে ৬৪৭ শূণ্যপদ! -এর অনলাইন আবেদন শুরু
প্রিলিমিনিয়ারি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর, বাড়তে পারে শুণ্য আসনও
কোভিড মহামারী, বেকারত্ব ওকর্মহীনতার দুঃসংবাদের মাঝে এবার ব্যাঙ্কে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আনল ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা IBPS। দেশের মোট ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ৬৮৭ টি শূণ্যপদ ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হয়েছে IBPS-এর তরফে। সূত্রের খবর, শূণ্য পদের সংখ্যা আরও বাড়তে পারে, এমনকি পেরিইয়ে যেতে পারে হাজারের গন্ডিও।
এক নজরে দেখে নেওয়া যাক, বিবিধ শূণ্যপদের বিবরণ এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখঃ
**গুরুত্বপূর্ণ তারিখ সূচী- **
- অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ২ নভেম্বর, ২০২০
- রেজিস্ট্রেশনের শেষদিন: ২৩ নভেম্বর, ২০২০
- অনলাইনে ফি/ ইন্টিমেশন চার্জ জমা দেওয়া যাবে: ২৩ নভেম্বর পর্যন্ত
- প্রিলি অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: ডিসেম্বর, ২০২০
- প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২০
- মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৪ জানুয়ারি, ২০২১
- ইন্টারভিউর সম্ভাব্য তারিখ: ফেব্রুয়ারি, ২০২১
- পদ বণ্টন: এপ্রিল, ২০২১
শূন্য আসন সমূহ-
- আইটি অফিসার (স্কেল ১): ২০টি
- মার্কেটিং অফিসার (স্কেল ১): ৬০টি
- এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (স্কেল ১): ৪৮৫টি
- ল' অফিসার (স্কেল ১): ৫০টি
- এইচআর/পার্সোনেল অফিসার (স্কেল ১): ২৫টি
- রাজভাষা অধিকারী (স্কেল ১): ২৫টি
কোন কোন ব্যাংকে নিয়োগ-
- ব্যাংক অব ইন্ডিয়া
- ব্যাংক অব বরোদা
- ইন্ডিয়ান ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া
- সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া
- কানাড়া ব্যাংক
- ব্যাংক অব মহারাষ্ট্র
- ইউকো ব্যাংক
- পঞ্জাব ন্যাশনাল ব্যাংক
- পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক
IBPS SO আবেদনের ক্ষেত্রে যোগ্যতামান-
- শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য: এই সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বেঞ্চমার্ক ভিন্ন। এই সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।
- বয়সসীমা: ১ নভেম্বর ২০২০ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের ফি-
- সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ-সহ আবেদনের ফি ৮৫০ টাকা। তবে SC/ST/PWD প্রার্থীদের শুধুমার্ত ১৭৫ টাকা দিতে হবে।
কিভাবে করবেন আবেদন? অনলাইনে www.ibps.in -এই ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা জমা দিতে পারেন তাঁদের আবেদনপত্র। আবেদনের সঙ্গে এককালীন আবেদন ফি (জেনেরাল ক্যাটেগরি ও অন্যান্যদের জন্য ৮৫০ টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের জন্য ১৭৫ টাকা) জমা দিতে হবে যা রিফান্ডেবল নয়।
সরাসরি আবেদনের জন্য এখানে apply করুন।
নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্যের জন্য download details।