৮৯-তম বায়ুসেনা দিবসে আজ ভারত-পাক যুদ্ধের শহীদ-স্মরণ
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে পালিত হচ্ছে এই বিশেষ দিন
আজ ৮৯-তম বায়ুসেনা দিবস। দেশজুড়ে আজ এই বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। আর একইসাথে আরও একটি বিশেষ কারণে অধিক গুরুত্ব লাভ করেছে এই দিনটি। ১৯৩২ সালের ৮ অক্টোবর তৈরি হয় ভারতীয় বায়ুসেনা। শুরুতে এর নাম ছিল ‘রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স’। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে ভারত সাধরণতন্ত্র দেশ হিসেবে ঘোষিত হওয়ায় বায়ুসেনার নাম হয় ‘ইন্ডিয়ান এয়ারফোর্স’।১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার পরাক্রমে সাফল্য পায় এদেশ। ওই যুদ্ধে শহীদ হন বহু ভারতীয় সেনা। তাই তাদের স্মরণেও এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে আজ পালিত হচ্ছে এই বিশেষ দিন। ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ এই বিশেষ দিনে হিন্দনে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী-সহ ভারতীয় ফৌজের তিন বাহিনীর শীর্ষকর্তারা।
বায়ুসেনার প্রধান ভি আর চৌধুরী কয়েকদিন আগেই বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস সংক্রান্ত এক আলোচনায় যোগ দেন বায়ুসেনা। সেখানেই তিনি জানান, বেশ কয়েকটি মিগ-২১ বিমান যে দুর্ঘটনার মুখে পড়েছে সেই কথা অস্বীকার করা যায় না। তবে বর্তমানে ভারতের হতে মিগ-২১ বিমানের চারটি স্কোয়াড্রন রয়েছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যেই ওই বিমানগুলির সংখ্যা কমিয়ে আনা হবে বলে আশা রাখা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চিনা যুদ্ধবিমান মজুত রয়েছে এবং পালটা ফৌজ মোতায়েন করা হয়েছে।