'আমি বহিরাগত নই, আমিও গোয়ার সন্তান', গোয়ায় গিয়ে বক্তব্য মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/10/2021   শেষ আপডেট: 29/10/2021 12:40 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

গোয়ায় মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি

আজ গোয়ার (Goa) রাজধানী পানাজিতে তৃণমূলের (Trinamool) অনুষ্ঠানে উপস্থিত বাংলার (West-Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় ভাষায় সকলকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই নিজেকে ঘরের মেয়ে বলে দাবি করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'আমি বহিরাগত নই, আমিও গোয়ার সন্তান।' এরপরেই নারীদের জন্য মুখ্যমন্ত্রী বাংলাতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন, আর তা কীভাবে বিশ্বের দরবারে রূপ পেয়েছে, সমস্ততাই বক্তব্যের মধ্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তবে বক্তব্যের মাঝেই গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুক্রবার তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি। কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েনও।

প্রসঙ্গত, জাতীয় স্তরের সাঁতারু তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা ২০০৪ সালের লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। যদিও হেরেছিলেন সেই সময়। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুনাম। তিনি শুধুমাত্র সাঁতারু নন, প্রথম ইউপিএ সরকারের আমলে ‘চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া’-র চেয়ারপার্সন পদেও নিযুক্ত হয়েছিলেন তিনি। এরপর ২০০৯ সালে দল বদলে তিনি উত্তরপ্রদেশের লখনউ কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হন।

সেখানেও জয়ী না হতে পেরে ফের কংগ্রেসে যোগ দেন নাফিসা। এরপর আজ তিনি যোগ দিলেন তৃণমূলে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার সঙ্গে গোয়ার তিনটি বিষয়েই বেশি মিল আছে। এক ফুটবল। গোয়াতেও বহু ফুটবল ক্লাব আছে। বাংলার মানুষও ফুটবলপ্রেমী। মাছ, ফুটবল, লোকসংস্কৃতি- বাংলার সঙ্গে গোয়ার এই তিনটি বিষয়ে খুব মিল। আমার খুব ভাল লাগছে এখানে এসে। ১০ বছর আগে রেলমন্ত্রী থাকার সময়ও একবার এসেছিলাম। এখানকার চলচ্চিত্র উৎসব খুব বিখ্যাত।"

এরপরেই বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "খুব তাড়াতাড়ি বিজেপিকে ব্ল্যাকলিস্টেড করে দেব। উত্তরপ্রদেশ, ত্রিপুরায় আমাদের যেতে দেওয়া হয় না। কিন্তু এভাবে আটকানো যাবে না। গোয়ায় মুখ্যমন্ত্রী হতে আসিনি, সাইনবোর্ড হতেও আসিনি।"