স্ত্রীকে ২৫ বার ভোজালির কোপ মেরে কুপিয়ে খুন করলেন যুবক, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/04/2021   শেষ আপডেট: 13/04/2021 6:41 a.m.

একটি জনবহুল এলাকায় রাস্তার মাঝখানে ওই যুবক তার স্ত্রী এর উপর কোপ বসাতে শুরু করে

রাস্তার মধ্যে জনসমক্ষে নিজের স্ত্রীকে ২৫ বার ধারালো অস্ত্র দিয়ে কোপ এরপর কোপ মেরে খুন করলেন দিল্লির এক যুবক। এই ঘটনায় হতচকিত হয়ে গিয়েছে দেশ। ফুটেজ টি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের নজরে পড়েছে ওই ব্যক্তি। যারা যাচ্ছি একজন নেট নাগরিক এই ঘটনাটির ভিডিও রেকর্ডিং করেছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিলেন। ভিডিওটিতে প্রকাশ্যে দেখা যাচ্ছে স্বামী এবং স্ত্রী রাস্তা দিয়ে ঝগড়া করতে করতে হেঁটে যাচ্ছে।

তারপর স্বামী হঠাৎ করে ভোজালি বের করে ২৫ বার কোড বসিয়ে তার স্ত্রীকে হত্যা করে। জনবহুল এলাকা হলেও ওই মহিলাকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেননি। জানা যাচ্ছে ওই মহিলার নাম নিলু মেহেতা। তিনি ২৬ বছর বয়সী এবং তিনি দিল্লির একটি হাসপাতালে কাজ করেন। তার স্বামীর নাম হরিশ মেহেতা। মাত্র ৮ বাস দীর্ঘ হয়েছিল তাদের দুজনের বৈবাহিক জীবন। মাত্র ৮ মাসের মধ্যেই কি এমন ঘটলো যে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করতে হলো সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তার স্বামীর কাছ থেকে।