ফের বানিজ্যিক উড়ান চালু করবে জেট এয়ারওয়েজ, নিরাপত্তা ছাড়পত্র দিল কেন্দ্র
২০১৯ সালের ১৭ এপ্রিল শেষ বাণিজ্যিক উড়ান চালিয়েছিল জেট এয়ারওয়েজ
জেট এয়ারওয়েজকে (Jet Airways) সুরক্ষা ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (The Ministry of Home Affairs), যার জেরে আগামী কয়েক মাসের মধ্যে ফের বাণিজ্যিক ফ্লাইট অপারেশন চালু করার পরিকল্পনা করছে এয়ারলাইন সংস্থাটি। ২০১৯ সালের ১৭ এপ্রিল শেষবার যখন উড়ান নিয়েছিল তখন এয়ারলাইনটি নরেশ গয়ালের মালিকানাধীন ছিল। বর্তমানে জালান-কালরক কনসোর্টিয়াম (Jalan Kalrock Consortium) জেট এয়ারওয়েজের দায়িত্বভার নিয়েছেন।
গত ৬ মে বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের পাঠানো একটি চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার বিষয়ে জানানো হয়েছিল। চিঠিতে লেখা ছিল, "বেসামরিক বিমানমন্ত্রককে জেট এয়ারওয়েজের আবেদনটি উল্লেখ করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তা ক্লিয়ারেন্সের ভিত্তিতে নির্ধারিত অপারেটর পারমিটের জন্য, কোম্পানি/ফার্মের শেয়ারহোল্ডিং প্যাটার্নে পরিবর্তনের জন্য ও নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। "
গত বৃহস্পতিবার অর্থাৎ ৫ মে এয়ারলাইনটি এয়ার অপারেটর সার্টিফিকেট পাওয়ার পর পরীক্ষামূলকভাবে হায়দ্রাবাদ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করেছে। এরপর, এয়ারলাইনটিকে প্রমাণিত ফ্লাইট পরিচালনা করতে হবে যার পরে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এয়ার অপারেটর সার্টিফিকেট প্রদান করবে।