অপরাধ দমনে এবারে বুলডোজার চালালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
কেন বুলডোজার চালাতে হলো তাকে? জানুন...
অসমে বর্তমানে একেবারে লাগামছাড়া হারে শুরু হয়েছে ড্রাগস উদ্ধার। গত বেশ কয়েক দিনে বিভিন্ন ধরনের ড্রাগ এবং মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে নারকটিক ডিপার্টমেন্ট। তারপর থেকেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন আসামে এই ড্রাগ এর বিরুদ্ধে লড়াই করবে আসাম সরকার। গত কয়েক দিনে যে পরিমাণ ড্রাগ এবং নিষিদ্ধ দ্রব্য বাজেয়াপ্ত হয়েছে সেই সব ধ্বংস করতে এবারে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেই বেরিয়ে পড়লেন বুলডোজার চালিয়ে। অসমের দিফু এবং গোলাঘাট এলাকায় এই বাজেয়াপ্ত ড্রাগ ধ্বংস করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুলডোজার চালিয়েছিলেন।
জানা গিয়েছে, ওই এলাকায় গত দুই মাসে অভিযান চালিয়ে বহু পরিমাণ ড্রাগ উদ্ধার করা হয়েছে। এই সমস্ত এলাকায় যে পরিমান ড্রাগ নষ্ট করা হয়েছিল তার বাজারমূল্য মোটামুটি ১৬৮ কোটি টাকা। তার পাশাপাশি নওগাঁ এবং হজাই এলাকায় একই রকমভাবে ড্রাগ নষ্ট করা হয়েছে। হেরোইন থেকে শুরু করে মরফিন এমনকি গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট এর মতো বিভিন্ন ড্রাগ আগুন লাগিয়ে পোড়ানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার পরেই হিমন্ত বিশ্ব শর্মা অসমে ড্রাগ ব্যবসা নিয়ে রীতিমতো উঠে-পড়ে লেগেছেন। গত দুই মাসে, লাগাতার একাধিক জায়গায় ড্রাগস এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী বলেন, "এই ড্রাগ সর্বনাশা। এটা শুধুমাত্র যুবদের এবং মধ্যবিত্তদের ক্ষতি করছে না বরং আমাদের ভারতীয় অর্থনীতিতে ঘুন ধরিয়ে দিচ্ছে। ড্রাগ কেনার জন্য মানুষ নিজেদের জমি গয়না সব বিক্রি করে দিচ্ছে। আমরা এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে সেগুলি কে পুড়িয়ে মানুষকে একটা বার্তা দিতে চাইছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ড্রাগের কারবার বন্ধ করা যায়।"