বড়দিনেও উত্তপ্ত উপত্যকা, সেনা-জঙ্গির লড়াইয়ে খতম দুই হিজবুল জঙ্গি
উপত্যকায় জারি সতর্কতা, চলছে পুলিশের চিরুনি তল্লাশি
বড়দিনেও কাঁপল উপত্যকা। সেনা-জঙ্গির লড়াইয়ে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা (Indian Army)। শনিবার জম্মু-কাশ্মীরের শোপিয়ানে সেনার গুলিতে খতম দুই কুখ্যাত সন্ত্রাসবাদী। সূত্রের খবর, শনিবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) শোপিয়ান জেলার চউগ্রাম এলাকায় সন্ত্রাসবাদীদের ডেরায় হামলা চালায় ভারতীয় সেনা। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর খতম হয়েছে দুই হিজবুল জঙ্গি।
সূত্রের খবর, গোপন সূত্রে ভারতীয় সেনা খবর পায় শোপিয়ান জেলার এই চউগ্রামে লুকিয়ে আছে বেশ কিছু কুখ্যাত জঙ্গি। শনিবার সকালে আচমকাই অভিযান চালায় ভারতীয় সেনা। শুরু হয় দু'পক্ষের তীব্র গুলির লড়াই। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর খতম হয়েছে দুজন সন্ত্রাসবাদী। ডেরা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু জেহাদি পুস্তিকা। প্রাথমিক তদন্তে ধারণা এরা হিজবুল জঙ্গি গোষ্ঠীর সদস্য।
উল্লেখ্য, গত কয়েক দিনে পরপর উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের উপত্যকা অঞ্চল। গত বুধবার সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হয়েছেন একজন পুলিশ কর্মী। এমনকী জম্মু-কাশ্মীরের একজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন। এখানেই শেষ নয়, গত কয়েক মাস থেকেই পরপর ঘটছে সন্ত্রাসবাদীদের হামলা। ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা অঞ্চল। বড়দিনে বড়সড় নাশকতার ছক ছিল। জারি হয়েছিল রেড অ্যালার্ট। যদিও শেষমেশ ভারতীয় সেনা সন্ত্রাসবাদীদের সমস্ত ছক বানচাল করে দিয়েছে বলে খবর।