অবশেষে হাথরাস কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/10/2020   শেষ আপডেট: 03/10/2020 10:15 p.m.
-

সারাদেশে হতে থাকা প্রতিবাদের চাপেই এই সিদ্ধান্ত যোগীর?

চাপের মুখে নতিস্বীকার যোগী সরকারের? বৃহস্পতিবার কংগ্রেস কর্মীদের নির্যাতিতার বাড়ি যাওয়াতে আটকায় পুলিশ। সংঘর্ষেও জড়ায় কংগ্রেস কর্মী - উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতার করা হয় রাহুল প্রিয়াঙ্কা-দের তারপর আরও বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। অবশেষে শনিবার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার অনুমতি পায় রাহুল গান্ধীরা।

আজ কংগ্রেস সাংসদরা হাথরাস থেকে বেরিয়ে আসার পরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে সিবিআই তদন্তের বিষয়ে জানান। লেখেন "হাথরাস কাণ্ড খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।"