কৃষি আইন সংশোধনীর আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার
আজ সকালেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঁচটি প্রস্তাব পৌঁছেছে কৃষদের কাছে
গত দুসপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের প্রতিবাদে দিল্লীর রাজপথে কৃষকদের আন্দোলন এখনও অব্যাহত। সেই আন্দোলনের চাপে পড়ে আজ সকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঁচটি প্রস্তাব পাঠানো হয়েছে কৃষকদের। এই কৃষক আন্দোলনের প্রধান কারণ ছিল কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী এমএসপি তুলে দেওয়া হবে। কৃষিমান্ডিও বন্ধ করে দেওয়া হবে। এই আইন প্রত্যাহারের দাবিতেই সংগঠিত হয়েছে এই কৃষক আন্দোলন।
আরও পড়ুন
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো পাঁচটি প্রস্তাবে বলা আছে, এক, এমএসপি বাতিল করা হবেনা। দুই, কৃষিমান্ডির উন্নতির ক্ষেত্রে আরও জোর দেওয়া হবে। তিন, চাষিদের থেকে ফসল ক্রয়ের সময় ব্যবসায়ীদের নিজের নাম নথিভুক্ত করতে হবে। চার, চুক্তিভিত্তিক চাষের ক্ষেত্রে সমস্যা হলে আদালতে যেতে পারবেন চাষিরা। পাঁচ, ফসলের আগাছা জ্বালানো সংক্রান্ত আইন পরিবর্তন করা হবে।