আগামী বছর থেকেই সিঙ্গেল ইউস প্লাস্টিকে নিষেধাজ্ঞা আনতে চলেছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/08/2021   শেষ আপডেট: 13/08/2021 11:50 p.m.
প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার

২০২২ এর ১লা জুলাই থেকেই লাগু হবে এই নতুন নিয়ম

বর্তমান পৃথিবীতে জলদূষণ, বায়ুদূষণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিক দূষণের মাত্রা। আর এই প্লাস্টিক দূষণের অধিকাংশ জুড়েই আছে একবার ব্যবহারকারী বা সিঙ্গেল ইউস প্লাস্টিক। আর এবার সেই প্লাস্টিক ব্যবহারেই নিষেধাজ্ঞা আনতে চলেছে কেন্দ্র সরকার। সুত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২২ এর ১লা জুলাই থেকেই লাগু হবে এই নতুন নিয়ম।

যদিও এর আগেও সিঙ্গেল ইউস প্লাস্টিকে রাশ টানার চেষ্টা করেছিল কেন্দ্র ও রাজ্য সরকার, উভয়েই। তবে কিছুদিন বিধিনিষেধ পালন করলেও তা থেকে ‘পুনঃপ্লাস্টিকো ভব’-তে ফিরতে বেশিদিন লাগায়নি দেশবাসি। তবে এবারে সেই বেনিয়মকে কঠোরহাতে দমন করতে বদ্ধপরিকর সরকার। পরিবেশ বাঁচানোর তাগিদে প্লাস্টিক বর্জনের নতুন নোটিফিকেশনও জারি করেছে কেন্দ্র। তাতে স্পষ্ট বলা হয়েছে, আগামী দিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকে বসতে চলেছে নিষেধাজ্ঞা। সিঙ্গেল ইউস প্লাস্টিক এবং তা থেকে উৎপাদিত যাবতীয় সামগ্রীর উৎপাদন, মজুদ, বিতরন এবং বিক্রিও সম্পূর্ণভাবে বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার।

শুধু বিজ্ঞপ্তই নয়, প্লাস্টিক দমনে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কেন্দ্র। এই বছরেরই ৩০শে সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে প্লাস্টিক প্যাকেটের পুরুত্ব। পাতলা পলিথিন ব্যাগের নুন্যতম বৈধ পুরুত্ব আগে ছিল ৫০ মাইক্রন। ৩০শে সেপ্টেম্বর থেকে তা বেড়ে হতে চলেছে ৭৫ মাইক্রন। আপাতত ৩১শে ডিসেম্বর ২০২২ এর মধ্যে এর পুরুত্ব ১২০ মাইক্রন করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে কেন্দ্র সরকার। যথেষ্ট সংখ্যায় পুরু প্লাস্টিক বাজারে উপলব্ধ হলে পুরনো পাতলা প্লাস্টিক বাজার থেকে তুলে নেবে সরকার।

সরকারী বিজ্ঞপ্তিতে একাধিক প্লাস্টিকের সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। সেই তালিকায় আছে, প্লাস্টিকের কাঠি(কান পরিস্কার করার), বেলুনের প্লাস্টিকের লাঠি, প্লাস্টিকের পতাকা, ডেকরেশন করার থার্মোকল, প্লাস্টিকের কাথি(লজেন্স এবং আইসক্রিম), প্লেট, গ্লাস, কাপ, স্ট্র, প্লাস্টিকের ট্রে, আমন্ত্রপত্র ইত্যাদি। শুধু তাই নয়, বিজ্ঞপ্তিতে ১০০ মাইক্রনের কম পুরু পিভিসি ব্যানারকেও নিষিদ্ধ করেছে কেন্দ্র। ১লা জুলাই থেকেই উক্ত সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি হবে।

সরকারের উদ্দেশ্য যে পরিবেশ ও প্রকৃতির জন্য মহৎ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এটিকে চূড়ান্ত সাফল্য এনে দিতে সর্বাগ্রে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং দেশবাসীর সহযোগিতা।