নতুন বছরে সুখবর! একধাক্কায় ১০০ টাকা কমছে গ্যাসের দাম
জেনে নিন শহর কলকাতার নতুন গ্যাসের মূল্য
নতুন বছরে সুখবর। দাম কমতে চলেছে গ্যাসের। এবার থেকে বাণিজ্যিক গ্যাসে (Commercial Gas) দাম কমছে অন্তত ১০০ টাকা। যদিও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। সূত্রের খবর, ২০২২ সালের জানুয়ারির প্রথম দিন থেকেই কমছে বাণিজ্যিক গ্যাসের দাম। এরফলে কিছুটা স্বস্তিতে রেস্তোরাঁ মালিকদের একাংশ।
সূত্রের খবর, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বিভিন্ন শহরে অন্তত ১০০ টাকা কমছে। আজ থেকে দিল্লিতে ১৯ কেজি গ্যাসের দাম ২,০০৪ টাকা। কলকাতায় মিলবে ২,০৭৪ টাকা ৫০ পয়সা। আজ থেকে মুম্বই শহরে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার বিকোবে ১,৯৫১ টাকা। যদিও চেন্নাইতে গ্যাসের দাম ২,১৩৪ টাকা ৫০ পয়সা।
উল্লেখ্য, গত বছরে পরপর বেশ কয়েকবার গ্যাসের দাম বেড়েছে আকাশছোঁয়া। যার জেরে আমজনতার নাভিশ্বাস অবস্থা। কারণ গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য দ্রব্যের দাম বাড়তে শুরু করে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা সস্তা হতেই স্বস্তিতে সাধারণ মানুষ। বাণিজ্যিক গ্যাসের দাম সস্তা হলেও আপাতত কমছে না রান্নার গ্যাসের মূল্য। একই মূল্যে কিনতে হবে ১৪.২ কেজির রান্নার গ্যাস।