ধীরে চলো নীতি! দশমবারের জন্য অপরিবর্তিত থাকল রেপো রেট: RBI
কয়েক দিন পতনের পর আজ সকাল থেকেই চাঙ্গা শেয়ার বাজার
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ফের আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন। কোভিড পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির বেহাল দশা কাটাতে 'ধীরে চলো' নীতিতেই আস্থা রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। যে কারণে এই নিয়ে ১০ বার রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার মনিটারি কমিটির সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানালেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)।
কোভিড পরিস্থিতি (Covid-19) দেশের আর্থিক বৃদ্ধির হার কী অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই প্রশ্ন চারদিকে। আবার গোটা দেশ কোভিডের তৃতীয় ঢেউয়ে দাঁড়িয়ে আছেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন একাংশ। এমন ধারা চলতে থাকলে ভারতে এই অর্থবর্ষের পাশাপাশি আগামী অর্থবর্ষেও তার সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এমন পরিস্থিতি আঁচ করেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার রেপো রেট অক্ষুণ্ণ রাখল। বৃহস্পতিবার এক বিবৃতি মারফত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট আগেই মতোই ৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি রিভার্স রেপো রেটও আগের মতোই ৩.৩৫ শতাংশেই থাকছে। বিষয়টি নিয়ে যথেষ্ট আশঙ্কা থাকা সত্ত্বেও শেষমেশ সেই আগের রেপো রেটই কার্যকর হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বেশ চাঙ্গা শেয়ার বাজার। সকালে বাজার খুলতেই সেনসেক্স ৩৪৪ পয়েন্ট বেড়ে ৫৮ হাজার ৮১০-এ খুলেছে। নিফটির সূচক ৯০ পয়েন্ট বেড়ে গিয়ে ১৭ হাজার ৫৫৪-তে লেনদেন শুরু হয়। আর এদিকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের ঘোষণার নরেও বেশ চাঙ্গা শেয়ার বাজার।