দেশে ভোট মিটলেই একধাক্কায় দাম বাড়বে পেট্রোল ডিজেলের, প্রতি লিটারে বাড়বে ৯ টাকা অব্দি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/03/2022   শেষ আপডেট: 03/03/2022 8:27 a.m.

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারের সূচক স্পর্শ করেছে

গোটা বিশ্বের নজর রয়েছে এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই সংঘাতের ফলে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে খাবার সরঞ্জাম এবং বিভিন্ন জিনিসের দাম ভবিষ্যতে বাড়তে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৬.৭ ডলারে পৌঁছেছিল। তবে সেখানেই থেমে নেই মূল্যবৃদ্ধি। রাশিয়া-ইউক্রেন সংঘাতের সপ্তম দিনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারের সূচক স্পর্শ করেছে, যা ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ। এককথায় বলা যেতে পারে, অপরিশোধিত তেলের দামে আগুন লেগেছে।

তবে বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দামে রেকর্ড ভাঙ্গা মূল্যবৃদ্ধি হলেও এখনও ভারতে খুব একটা দাম বাড়েনি। তবে বিশেষজ্ঞদের অনুমান খুব তাড়াতাড়ি মধ্যবিত্ত ভারতের পকেট পোড়াতে পেট্রোল ডিজেলের দাম বিরাট বৃদ্ধি পাবে। আসলে ভারতে এখন ভোট চলছে। দেশের পাঁচ রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে বিধানসভা নির্বাচন চলছে। এই অবস্থায় জনগনের রোষের হাত থেকে বাঁচতে জ্বালানির দাম বাড়াতে রীতিমত ভয় পাচ্ছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচন শেষ হলেই পেট্রোল-ডিজেলের দাম ৯ টাকা প্রতি লিটার অব্দি বৃদ্ধি পেতে পারে। আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশের সপ্তম ও শেষ দফার নির্বাচন রয়েছে এবং ফলাফল ঘোষিত হবে ১০ মার্চ। কার্যত ধরে নেওয়া যায় আর এক সপ্তাহের মধ্যেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃত্তি পেতে চলেছে।

জানা গিয়েছে, রাজ্য শাসিত জ্বালানি তেল বিক্রয়কারী সংস্থা যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন ইত্যাদি প্রতি লিটার পেট্রোল ডিজেলের বর্তমানে ৫.৭ টাকা করে ক্ষতি করছে। এই ক্ষতির হাত থেকে বাঁচতে তেল কোম্পানিগুলিকে পেট্রোল ডিজেলের লিটার প্রতি ৯ টাকা বা ১০ শতাংশ দাম বৃদ্ধি করতে হতে পারে।

বর্তমানে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। অন্যদিকে আইওসিএলএর ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।