প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
২২ দিনের লড়াই শেষ! সেনা হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রণব মুখোপাধ্যায়ের
৮৪ বছর বয়সে মৃত্যু হলো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। গত ১০ আগস্ট প্রণব বাবুকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে শ্বাসকষ্ট এবং মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা থাকলেও হাসপাতালে থাকাকালীন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে মস্তিষ্কে রক্তক্ষরণ বাড়ার কারণে তিনি কোমায় চলে যান। আজ ৫:৪৬ মিনিটে তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় একটি টুইট মারফৎ প্রণব বাবুর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আনেন। তিনি টুইটারে লেখেন, "ডাক্তারের অতিমানবিক লড়াই সত্বেও আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা শ্রী প্রণব মুখার্জি গত হয়েছেন। যাঁরা পাশে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ।"
২০০৮ সালে পদ্ম বিভূষণ এবং ২০১৯ সালে ভারতরত্ন পাওয়া প্রণব বাবু রাজনৈতিক জীবনে শুরু থেকে শেষ অবধি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। নিজের জীবনকালে তিনি সামলেছেন অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, এক্সটার্নাল অ্যাফেয়ারস মিনিস্ট্রি। এছাড়াও জঙ্গিপুর লোকসভার সংসদ প্রণব বাবু অনেক আলাদা আলাদা সময়ে লিডার অফ দ্যা হাউস হয়েছেন লোকসভা এবং রাজ্য সভায়।
২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার সাথেই ওঁর রাজনৈতিক জীবনের ইতি ঘটে। ২০১৭ সালে রাষ্ট্রপতিত্ব যাওয়ার পর আবার রাজনীতিতে ফিরতে চাইলেও শরীর সঙ্গ দেয়নি। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ দেশের তাবড় রাজনৈতিক নেতারা টুইট করে শোক প্রকাশ করেছেন।
কংগ্রেসের পক্ষেও শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকগ্রস্ত স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা থেকে জাতীয় স্তরে সবথেকে সফল রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে।
প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে আগামীকাল সমস্ত সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার।