দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়া হোক, প্রধানমন্ত্রীকে চিঠিতে আর্জি প্রাক্তন আমলাদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/05/2021   শেষ আপডেট: 21/05/2021 4 p.m.
নরেন্দ্র মোদী instagram.com/narendramodi

১১৬ জন প্রাক্তন আমলা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন

করোনা (Corona) সংক্রমণে নাজেহাল গোটা দেশ। চলছে তৃতীয় পর্যায়ের টিকাকরন প্রক্রিয়া। এই সংকটময় পরিস্থিতির মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারংবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অনুরোধ করেছেন যে যাতে দেশবাসীর সবাইকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়া যায়। এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে বারংবার তিনি চিঠিও লিখেছেন। এবার একই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ১১৬ জন প্রাক্তন আমলা (Bureaucrats)। তাঁরা চিঠিতে প্রত্যেক দেশবাসীর জন্য বিনামূল্যে কেন্দ্রকে টিকার ব্যবস্থা করার কথা উল্লেখ করেছেন। এছাড়াও তাঁরা বলেছেন যে শহর ও গ্রামাঞ্চলে আরটি পিসিয়ার পরীক্ষার হার বাড়াতে হবে।

প্রাক্তন আমলারা চিঠিতে লিখেছেন, "এই অতিমারি সারা পৃথিবীর মানুষকে সন্ত্রস্ত করে তুলেছে। এই রোগের হাত থেকে রক্ষা পাচ্ছে না ভারতবাসীরাও। দেশে মৃত্যু-মিছিল চলছে। অসংখ্য মৃতদেহের ছবি ও স্বজন হারাদের হাহাকার ও চিকিৎসা করানোর করুণ আর্তি মন বিচলিত করে দিচ্ছে। এছাড়াও গা বিচলিত করছে সরকারের দায়সারা মনোভাব। আমাদের দেশ পৃথিবীর সর্ববৃহৎ প্রতিশোধক উৎপাদনকারী। তাহলে সেই দেশেই টিকার আকাল কেন? সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া উচিত কেন্দ্র সরকারের।" নেই প্রাক্তন আমলাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর, দিল্লির প্রাক্তন গভর্নর নাজিব জং, দেশের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রাক্তন স্বাস্থ্য সচিব কে সুজাতা রাও।