এবার থেকে আর পাওয়া যাবেনা সস্তায় বিরিয়ানি, সংসদের ক্যান্টিনে চালু হচ্ছে নতুন রেট চার্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2021   শেষ আপডেট: 28/01/2021 5:38 a.m.
-

যদিও এখনো পর্যন্ত জানা যায়নি, সংসদের স্টাফ এবং নিরাপত্তা কর্মীদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হবে কিনা

সংসদের ক্যান্টিনে এবার থেকে সস্তা খাবার এর দিন শেষ হতে চলেছে। বুধবার থেকে সংসদের ক্যান্টিন চালু হচ্ছে একেবারে নতুন নিয়ম। বহুদিন ধরে একটা সমস্যা চলছিল এই দাম নিয়ে। আর এবারে কেন্দ্রীয় সরকার এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করল। দীর্ঘদিন ধরে এই দাম নিয়ে একটি বিতর্ক চলছিল। দেশে যেখানে দ্রব্যমূল্য প্রত্যেক দিন বেড়েই চলেছে সেখানে কিভাবে সাংসদেরা এত সস্তায় খাদ্যদ্রব্য পাচ্ছেন সংসদের ক্যান্টিনে। তাই এবারে কেন্দ্রীয় সরকার এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করল। এবার থেকে সংসদের ক্যান্টিনে আলু বড়া পাওয়া যাবে ১০ টাকা থেকে। অন্যদিকে চিকেন বিরিয়ানি ১০০ টাকা, চিকেন কারি ৭৫ টাকা মূল্যে বিকোবে। নতুন যে চার্ট প্রকাশ করা হয়েছে সেখানে ৮০% নতুন খাবার যোগ করা হয়েছে।

এতদিন ধরে উত্তর রেল এবারে আইটিডিসি কে এই ক্যান্টিনের ভার দেওয়া হয়। ২০১৫ সালে একটি আবেদন জানানো হয় যেখানে দেখা যায় ভর্তুকির ক্যান্টিন চালাতে সরকার বহু টাকা খরচ করে প্রত্যেক বছর। জানা গিয়েছে সেই সংখ্যা প্রায় ৮ কোটি টাকা। ওই তথ্য সামনে আসতেই শুরু হয় বিতর্ক। তবে, সংসদের ক্যান্টিনে এতদিন যে শুধুমাত্র সাংসদদের জন্য সস্তা খাবার দেওয়া হতো সেরকম কিন্তু না, সমস্ত স্টাফেদের জন্য ওই সস্তা খাবার দেওয়া হতো। অন্যদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী দাবি করেছেন, সাংসদ ছাড়া অন্যদের ক্ষেত্রে এই ভর্তুকি তোলা কিন্তু ঠিক হবে না। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি, সংসদের স্টাফ এবং নিরাপত্তা কর্মীদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হবে কিনা।