ভুয়ো ট্যুইটের জের, ৫০০ অ্যাকাউন্ট বন্ধ করল ট্যুইটার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/02/2021   শেষ আপডেট: 10/02/2021 8:20 p.m.
pixabay.com

প্রায় ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্র

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী। এরপরেই কৃষক আন্দোলন সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়াচ্ছে ট্যুইটারে। আর এই অভিযোগের ভিত্তিতেই প্রায় ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্র।

ট্যুইটার কর্তৃপক্ষের দাবি, আপাতত ৫০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তারা। এই অ্যাকাউন্টগুলি মাইক্রোব্লগিং সাইটের নিয়ম ভেঙেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট ইউজারদের বিরুদ্ধে ট্যুইটারের নিয়ম ভাঙার প্রমাণ মিলেছে। এদিন টুইটারের তরফে আরও জানানো হয়েছে, তথ্য প্রযুক্তি মন্ত্রকের পাঠানো তালিকা ধরে পাঁচশোর বেশি অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কৃষক আন্দোলনে সমর্থনকারীদের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধের তালিকায় নাম রয়েছে সিপিএম নেতা মহম্মদ সেলিমের। দিল্লির কৃষক আন্দোলনকেও সমর্থন জানিয়েছিলেন বাম নেতারা। সূত্রের খবর, গত ৩০ জানুয়ারি যে সমস্ত অ্যাকাউন্ট থেকে #ModiPlanningFermerGenocide হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে অধিকাংশই ভুয়ো অ্যাকাউন্ট।

~ Twitter