সুখবর! বেসরকারি মেডিকেল কলেজের ৫০ শতাংশ আসনের ফি সরকারি প্রতিষ্ঠানের সমান: NMC
দ্য ন্যাশনাল মেডিক্যাল কমিশনের স্পষ্ট গাইডলাইন খুব শীঘ্রই, মানতে হবে সমস্ত বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে
এবার থেকে বেসরকারি মেডিক্যাল কলেজ (Private Medical College) কিংবা সরকার পোষিত মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়লে অতিরিক্ত টাকা গুনতে হবে না। দ্য ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) স্পষ্ট জানিয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের অন্তত ৫০ শতাংশ আসন সরকারি মেডিক্যাল কলেজের যা ফি তাই নিতে হবে। সংশ্লিষ্ট রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস (MBBS) কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন (PG) কোর্স ফি যা থাকবে, তাই নিতে হবে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে।
যেসকল পড়ুয়া সরকারি মেডিক্যাল কলেজে পড়ার যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের আগে সুযোগ দিতে হবে। তারপরও আসন খালি থাকলে বাকি পড়ুয়াদের কথা ভাবা যেতে পারে। ৫০ শতাংশ আসনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকবে বলে স্পষ্ট জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এক্ষেত্রে বলা হয়েছে ৫০ শতাংশ আসন প্রাথমিক ভাবে যোগ্যতা অনুযায়ী নিতে হবে। তারপরও আসন খালি থাকলে বাকিদের কথা ভাবা যেতে পারে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের স্পষ্ট নির্দেশ সমস্ত বেসরকারি মেডিক্যাল কলেজ কিংবা সরকার পোষিত মেডিক্যাল ইউনিভার্সিটিতে প্রথমে যোগ্যতা অনুযায়ী ৫০ শতাংশ আসনে ভর্তি নিতে হবে। সেক্ষেত্রে সেই রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে যে ফি নির্ধারিত, কলেজ কর্তৃপক্ষকে প্রথমে তাই নিতে হবে। এরপর ৫০ শতাংশ আসন পূর্ণ হয়ে যাওয়ার পর বাকিদের ক্ষেত্রে বেসরকারি কলেজগুলোর নিয়ম প্রযোজ্য হবে। যদিও ন্যাশনাল মেডিক্যাল কমিশনের স্পষ্ট গাইডলাইন এখনও প্রকাশ্যে আসেনি, তবে খুব শীঘ্রই তা আসবে বলে সূত্রের খবর।