কৃষক আন্দোলন: রক্ত দিয়ে খোলা চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

তুফান সিংহরায়
প্রকাশিত: 22/12/2020   শেষ আপডেট: 23/12/2020 6:34 a.m.
রক্ত দিয়ে লেখা সেই চিঠি। -twitter

‘কালা আইন বাতিল করুন’ জাতীয় স্লোগান এলো রক্তের লেখা চিঠিতে

রোজই নতুন তীব্রতা পাচ্ছে কৃষক আন্দোলন। বারবার সরকারের সাথে আলোচনাতেও কোনো রফাসুত্র বেরোচ্ছে না। আন্দোলনকারী কৃষকরা দাবিতে অনড়। এই তিন আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। আর সেই আন্দোলনের শরিক হিসাবেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে রক্ত দিয়ে খোলা চিঠি লিখলেন আন্দোলনকারী কৃষকরা।

এইদিন সিঙ্ঘু সীমান্তে রক্তদান করেন শতাধিক কৃষক। তারপর সেই রক্ত দিয়েই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা হয়, “আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পর এই তিন আইন বলবৎ করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের অনুরোধ আপনি এই তিনটি আইন ফিরিয়ে নিন।”

কৃষকদের এই রূপ দেখে ভবিষ্যতে আন্দোলনের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এদিকে আগামী ২৪ ডিসেম্বর কৃষক আন্দোলনের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন রাহুল গান্ধী। আর এতে আন্দোলনকারীরা খানিক ভরসা পাবেন বলে আশা করা হচ্ছে।

সরকারের পক্ষেও বারবার আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার চেষ্টা চলছে সর্বক্ষণ। মঙ্গলবারই কৃষকদের সাথে আরও একদফা বৈঠক করলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার। অন্যদিকে আন্দোলন যাতে হিংসাত্মক জায়গায় না যায় সেই উদ্দেশ্যে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে দিল্লি পুলিশও।