কৃষক আন্দোলন: আন্দোলনকারীদের শীতবস্ত্র কেনার জন্য এক কোটি অনুদান দিলজিৎ দোসাঞ্জের
আন্দোলনে সেলেব-যোগ বাড়ায় জোর পাচ্ছেন আন্দোলনকারীরাও
দিল্লিতে কৃষক আন্দোলনে সেলিব্রিটি যোগ বাড়ছে রোজই। একাধিক মানুষ এই আন্দোলনে তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন। অলিম্পিক পদক জয়ী বক্সার বিজেন্দ্র সিং যেমন এই আন্দোলনে যোগ দিয়ে বলেই দিয়েছেন, কৃষকদের দাবি মেনে এই বিল প্রত্যাহার না করলে তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন।
এইবার আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ালেন অভিনেতা গায়ক দিলজিৎ দোসাঞ্জ। শনিবার তিনি আন্দোলনরত কৃষকদের সাথে দেখা করেন। তার কিছুসময় পরই জানা যায়, এই ঠান্ডায় আন্দোলনরত কৃষকদের গরম কাপড় কেনার জন্য এক কোটি টাকা অনুদান করতে আগ্রহী তিনি। আন্দোলনস্থল ঘুরে দেখে তিনি বলেন, “সংবাদমাধ্যমের কাছে অনুরোধ তাঁরা যেন কৃষকদের এই শান্তিপূর্ণ আন্দোলন সকলের সামনে তুলে ধরেন।” দিলজিৎ আরও বলেন, “একটা ইতিহাস তৈরি হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের কাছে এটা বর্ণনা করা হবে। আজ এই আন্দোলনরত কৃষকদের থেকে কারো মুখ সরিয়ে নেওয়া উচিত নয়।”