সমাধান মিললনা কৃষক-কেন্দ্র বৈঠকে; ফের আলোচনা ৩ ডিসেম্বর
নয়া কৃষি আইন প্র্যত্যাহারের দাবিতে অনড় কৃষকরা
দেশের ইতিহাসে সম্ভবত বৃহত্তম কৃষক আন্দোলনের মুখে অবশেষে নরম হতে হল কেন্দ্রীয় সরকারকে। যদিও কৃষক-কেন্দ্র বৈঠক ফলপ্রসূ হলনা এখনও।
আরও পড়ুন
সূত্রের খবর, কেন্দ্রের তরফে কৃষকদের বলা হয়, পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তৈরি করে আলোচনায় বসতে, যা সরাসরি খারিজ করে দেন কৃষকরা। তাঁদের দাবী, সবার সঙ্গেই সরকারকে আলোচনায় বসতে হবে। যদিও, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর যথেষ্ট ইতিবাচক আজকের বৈঠক নিয়ে।
অন্যদিকে, সিএএ বিলের বিরুদ্ধে বিক্ষোভের অন্যতম মুখ শাহিনবাগের দাদি ওরফে ৮২ বছরের বৃদ্ধা বিলকিস আন্দোলনে যোগ দিতে পারেননি। সব মিলিয়ে, কৃষকরা কেন্দ্রের নতুন কৃষিবিলের প্রত্যাহারের দাবিতে অনড়।