অল্প সময়ের জন্য পরীক্ষামূলকভাবে লাগু হতে পারে কৃষি আইন
কৃষকদের কাছে রাজনাথের আর্জি
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই কৃষকদের অনশন থেকে আত্মহত্যা সবই প্রত্যক্ষ করেছে দেশ। দেশজুড়ে বন্ধেও দেশের নানা প্রান্ত থেকে সমর্থন পেয়েছেন কৃষিজীবীরা। যে আলোচনায় কৃষকদের স্বার্থ সিদ্ধি হবেনা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সে ধরনের আলোচনায় আর বসতে রাজি নয় আন্দোলনকারী কৃষকরা। এর আগে প্রধানমন্ত্রী ও অমিত শাহ বারংবার বলেন এই আইনে তাদের স্বার্থ বিনষ্ট হবেনা। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সুর আরও নরম করে এক দু বছরের জন্য এই আইন বলবৎ করার আর্জি জানান চাষীভাইদের কাছে। এও বলেন যদি দেখা যায় এতে চাষীদের জন্য কোনোপ্রকার লাভ হচ্ছে না, তবে অবশ্যই সংশোধন করতে প্রস্তুত কেন্দ্র।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আবারও দিল্লির একটি সভায় বিরোধী রাজনৈতিক দলগুলির দিকে তোপ দেগে বলেন ওরাই কৃষকদের ভুল বোঝাচ্ছে। বহুজাতিক কোম্পানি তাদের জমির ওপর ভোগদখল করবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।অন্যদিকে প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়াল মিটিঙে আবারো বাংলার কৃষকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী কিষাণ ফান্ডের দরুন সারা দেশের কৃষকরা অর্থ পান কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যে এই ব্যবস্থায় বাধা দেন বলেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী।