করোনাকালে যাত্রীরা আকাল, এক ধাক্কায় ১৩-১৬ শতাংশ ভাড়া বৃদ্ধি ঘরোয়া বিমানে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/05/2021   শেষ আপডেট: 29/05/2021 5:40 p.m.
pixabay

১ লা জুন থেকে বর্ধিত বিমান ভাড়া কার্যকর হবে

করোনা পরিস্থিতির (Corona) মাঝেই দাম বাড়ছে বিমানের টিকিটের। অসামরিক বিমান মন্ত্রক (Ministry of Civil Aviation) ঘোষণা করেছে যে এবার দাম বাড়বে অন্তর্দেশীয় বিমান যাত্রার। আগামী ১ লা জুন থেকে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা উপভোগ করার জন্য বিমান ভাড়ার লোয়ার লিমিট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই বিমানের ভাড়া ১৩ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে যাবে। এই প্রসঙ্গে বিমানমন্ত্রক জানিয়েছেন, "করোনার দ্বিতীয় ঢেউ এর জন্য পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। সংক্রমণ রোধের জন্য যাত্রী পরিবহনে একাধিক বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছে। তাই এই মুহূর্তে দাম বাড়ানো ছাড়া আর কোন উপায় নেই।"

DGCA এর নির্দেশ অনুযায়ী আগামী ১ লা জুন থেকে ৪০ মিনিটের কম সময়ের বিমানের টিকিটের দাম ২৬০০ টাকা করা হয়েছে। আগে এই মূল্য ছিল ২৩০০ টাকা। হিসাব অনুযায়ী প্রায় ১৩ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। ২৬০০ টাকা মূল্যের ওপর আলাদা ভাবে কর বসানো হবে তা বলা বাহুল্য। এছাড়া ৬০ মিনিটের উড়ানের ক্ষেত্রে ২৯০০ টাকা থেকে ভাড়া বাড়িয়ে ৩৩০০ টাকা করে দেওয়া হয়েছে। ৬০-৯০ মিনিটের উড়ানের ভাড়া ৪০০০ টাকা। ৯০-১২০ মিনিটের উড়ানের ভাড়া ৪৭০০ টাকা। ১৫০-১৮০ মিনিটের উড়ানের ভাড়া ৬১০০ টাকা ধার্য করা হয়েছে।