হিন্দুত্ববাদী গোষ্ঠী ভুয়ো খবর ছড়িয়েছে হোয়াটসঅ্যাপে
প্রকাশ্যে এল দিল্লি দাঙ্গার চার্জশিটের খুঁটিনাটি
এক মুসলমান ধর্মাবলম্বীর হত্যা সংক্রান্ত দিল্লি পুলিশের চার্জশিটে সামনে এসেছে 'কট্টর হিন্দু একতা' নামে একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠীর কিছু বার্তা, যা পড়লে শিউরে উঠতে হয়।
গত ফেব্রুয়ারির শেষের দিকে দিল্লিতে দাঙ্গা চলাকালীন তৈরি হয়েছিল এই গোষ্ঠী। একটি বার্তায় বলা হয়েছে, মুসলিমদের ঠান্ডা করে দিতে সব হিন্দুরা তৈরি থাকুন। বিন্নি নামে গোষ্ঠীর এক সদস্য জানিয়েছে, আরএসএসের লোকজন আমাদের সমর্থনে হাজির হয়েছে।
ঠিক তার পরের বার্তায় বলা হয়েছে, ৯ জন মুসলমান খুন হয়েছে... সাহস বজায় রাখুন.. কাজ শুরু হয়ে গেছে। মসজিদে আগুন দেওয়া, লুটতরাজ চালানোর কথাও উঠে এসেছে। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ব্যাপক মুসলিম অনুপ্রবেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হয়েছে বার্তাগুলিতে।
তদন্তে নেমে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে বিন্নি ও সোলাঙ্কি নামে দুজনকে উস্কানিমূলক বার্তা ছড়ানোর জন্য চিহ্নিত করেছে তারা।