যাচাই না করেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভুয়ো ওষুধ! আইনি জালে সোনু সুদ
এই ঘটনায় একটি ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে
গরীবের ভগবান হতে গিয়েই এবার আইনের জালে বলিউড তারকা সোনু সুদ (Sonu Sood)। এবার তাঁর বিরুদ্ধে মামলা গড়াল হাইকোর্ট অব্দি। অভিযোগ উঠেছে, 'ওষুধ যাচাই না করেই সোনু সুদের তরফে পৌঁছে দেওয়া হচ্ছে করোনা আক্রান্তদের কাছে।' এই অভিযোগের ভিত্তিতেই এবার সোনু সুদের সমস্ত সমাজসেবা মূলক কাজের ওপর তদন্তের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।
সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন সূত্রের খবর, বম্বে হাইকোর্ট থেকে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনাকালে সোনু সুদ ও স্থানীয় কংগ্রেস বিধায়ক জিসান সিদ্দিকি মানুষের কাছে করোনার ওষুধ পৌঁছে দেওয়ায় যে ভূমিকা পালন করছে তা খতিয়ে দেখা হোক।
হাইকোর্টের তরফে বলা হয়েছে, সোনু সুদ ও জিসান সিদ্দিকি করোনা পরিস্থিতিতে মানুষের কাছে জীবনদায়ী ওষুধ পৌঁছে দিয়েছেন। কিন্তু ওই ওষুধগুলি পাঠানোর আগে তাঁরা যাচাই করে দেখছেন না আদৌ ওই ওষুধগুলি আইনত সরবরাহ করা হচ্ছে কিনা অথবা ওষুধগুলি ভুয়ো কি না। এবং তাঁদের কাছে রেমডিসিভির বিক্রির লাইসেন্স না সত্ত্বেও, সেই ওষুধ পাঠানো হচ্ছে। এরপরেই এই ঘটনায় একটি ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে। সূত্রের খবর, পরবর্তী শুনানি ২৫ তারিখ।