প্রধানমন্ত্রীর সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের জন্য ভাঙ্গা হবে তিনটি হেরিটেজ বিল্ডিং, বিতর্কে সরব নেটদুনিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2021   শেষ আপডেট: 18/05/2021 6:29 a.m.
-

২০,০০০ কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের জন্য ভারতের ৩টি হেরিটেজ বিল্ডিং ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

নতুন দিল্লিতে কাজ শুরু হয়ে গেছে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের। ইতিমধ্যেই কাজ অনেক দূর এগিয়ে গেছে। তবে জানা যাচ্ছে এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের জন্য দিল্লির তিনটি আইকনিক এবং পুরনো বিল্ডিং ভেঙে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই তিনটি বিল্ডিং যথাক্রমে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, ন্যাশনাল আর্কাইভ অ্যানেক্স, এবং ন্যাশনাল মিউজিয়াম। এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকা খরচ হতে চলেছে। এই প্রকল্পটি হলেও মূলত নতুন পার্লামেন্টের বিল্ডিং, এবং প্রধানমন্ত্রীর এবং উপপ্রধানমন্ত্রীর বাসভবনের জন্য একটি নতুন বিল্ডিং তৈরি করার একটি প্রকল্প। এই তিনটি বিল্ডিং ছাড়াও আরও বেশ কয়েকটি বিল্ডিং ভেঙে দেওয়া হতে চলেছে। এই তালিকায় আছে শাস্ত্রী ভবন, কৃষি ভবন, বিজ্ঞান ভবন, উপপ্রধানমন্ত্রী বাসভবন, উদ্যোগ ভবন, নির্মাণ ভবন, জহর ভবন, এবং রক্ষা ভবন। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের জন্য সর্বমোট ৪,৫৮,৮২০ বর্গফুট জায়গা ভেঙে দেওয়া হচ্ছে।

এই তিনটি বাড়ি ভারতের ঐতিহ্যবাহী এবং সবথেকে পুরনো এবং হেরিটেজ বিল্ডিং এর মধ্যে অন্যতম। ন্যাশনাল মিউজিয়ামে গেলে বেশ কিছু পুরনো মূর্তি, মুদ্রা, এবং জাতীয় এবং রাজনৈতিক ইতিহাসের বেশ কিছু নিদর্শন আমরা দেখতে পাব। হরপ্পা, মহেঞ্জোদারো আমলের নর্তকী মূর্তি, নটরাজের মূর্তি, তাঞ্জোরের বেশ কিছু পেইন্টিং সহ আরো অনেক কিছু। তার সাথে সাথেই বাংলা হবে ন্যাশনাল আর্কাইভ এর অ্যানেক্স বিল্ডিং। এই বিল্ডিং থেকে নতুন বিল্ডিং তৈরি করা হবে। এই বিল্ডিঙে অনেক পুরনো এবং বহু মূল্যবান নথিপত্র, ফাইল এবং পান্ডুলিপি সঞ্চিত রয়েছে। তার সাথে রয়েছে লক্ষাধিক ম্যাপ এবং মোগল আমলের বেশ কিছু তথ্য।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস ভারতের একটি অন্যতম হেরিটেজ বিল্ডিং। এই বিল্ডিঙে আপনারা বহু পান্ডুলিপি, পুরনো বই এবং একটি দুর্দান্ত লাইব্রেরী পাবেন। এই সমস্ত কিছু সরিয়ে দেওয়া হবে বর্তমানে জনপথ হোটেলে। এই হোটেলটি বর্তমানে নতুন করে তৈরি করা হচ্ছে এই সমস্ত সংগ্রহের জন্য। ভারতের ৭০ জন বুদ্ধিজীবীরা গত সপ্তাহে নরেন্দ্র মোদিকে লেখা একটি চিঠিতে অনুরোধ জানিয়েছেন যেন এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের কাজ থামানো হয়। এই প্যানডেমিক পরিস্থিতিতে এই প্রকল্পের কাজ খারাপ প্রভাব ফেলতে পারে মানুষের উপর। তাই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন যেন এই প্রকল্পের কাজ কিছুদিনের জন্য বন্ধ করা হয় এবং তারপর যেন করোনা পরিস্থিতি চলে গেলে তারপরে কাজ শুরু করা হয়। তার পাশাপাশি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে যেনো ভারতের এই সমস্ত হেরিটেজ বিল্ডিং গুলিকে ভেঙে দেওয়ার আগে জনগণের একটি মতামত নেওয়া হয়। যদিও এই বছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার লোকসভাতে জানিয়েছিল যে এই সমস্ত হেরিটেজ বিল্ডিং সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে এবং হেরিটেজ কনজারভেশন কমিটি যেরকম জানাবেন সেই ভাবে কাজ করা হবে।