পাঁচ রাজ্যের নির্বাচন শেষ, এবার একসঙ্গে ১৫ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম
আন্তর্জাতিক ক্ষেত্রে বেড়েছে অপরিশোধিত তেলের মূল্য, এবার দেশে একসঙ্গে অনেকটাই বাড়তে পারে পেট্রোপণ্যের দাম
রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংকটের মাঝেই হু হু করে বেড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য। সেই সঙ্গে টাকার অঙ্কের বিরাট পতনে নাভিশ্বাস অবস্থা আমজনতার। দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল, তাই দীর্ঘদিন পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। তবে সদ্য শেষ হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন। এদিকে রাশিয়া-ইউক্রেন সমস্যা ১২ দিন কেটে গেলেও মেটেনি। তাই অনেক দিন পর পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে।
সূত্রের খবর, পেট্রোপণ্যের (Petrol Diesel) দাম এক ধাক্কায় ১৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। এরফলে ঘটবে মূল্যবৃদ্ধি। আমজনতার তৈরি হবে নাভিশ্বাস অবস্থা। এর কারণ কী? রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে রাশিয়া বন্ধ করে দিয়েছে অপরিশোধিত তেল সরবরাহের কাজ। এমনকী ইউরোপের অধিকাংশ দেশ বাণিজ্য ক্ষেত্রে রাশিয়াকে কার্যত বয়কট করেছে। যুদ্ধের আঁচ লেগেছে পেট্রোপণ্যের উপর। এমন অবস্থায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কেবল সময়ের অপেক্ষামাত্র বলছেন একাংশ।
উল্লেখ্য, গত বছরেও লাফিয়ে লাফিয়ে বেড়েছিল পেট্রোল ডিজেলের দাম। একসঙ্গে অনেকটা দাম বাড়ার ফলে তৈরি হয় বাড়তি সংকট। তবে গত কয়েক মাস তেমন বাড়েনি পেট্রোল ডিজেলের দাম। কেন্দ্র সরকার অন্ত শুল্ক কিছুটা কমিয়ে দেওয়ায় কমেছিল পেট্রোপণ্যের দাম। ফের যুদ্ধের বাজারে বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের দাম। একসঙ্গে ১৫ টাকা পর্যন্ত বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম।